Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২১, ২২:২৪
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৩৭

ক্লাসরুম মাতাবেন পারভেজ, তরুণ মুন্সী ও মাশরাফী

ক্লাসরুম মাতাবেন পারভেজ, তরুণ মুন্সী ও মাশরাফি

দেশের জনপ্রিয় সুফি ঘারানার শিল্পী পারভেজ সাজ্জাদ। অন্যদিকে 'স্বার্থপর' খ্যাত জনপ্রিয় কণ্ঠতারকা তরুণ মুন্সী। এই দুজন এবার ক্লাসরুম মাতাতে হাজির হচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন লাল-সবুজ বাংলাদেশের প্রাণভোমরা মাশরাফী বিন মোর্ত্তজা।

আগামী ২২ অক্টোবর ‘ক্লাসরুম এসএসসি ২০০১’ ব্যাচের দ্বিতীয় বর্ষপূতিতে এই তিনজন একসঙ্গে উপস্থিত হবেন গুলশান-২-এর রিও লাউঞ্জে। সেদিন পারভেজ সাজ্জাদ ও তরুণ মুন্সীর গানের ধুনের মাতবে পুরো ক্লাসরুম। এই দুজনের পাশাপাশি ক্লাসরুমের গায়ক বন্ধুরাও গান পরিবেশন করবেন।

এই অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক ফাহিমুজ্জামান ফাহিম বলেন, ‘আমাদের প্রথম বর্ষপূতিতে গুরু নগরবাউল জেমস স্টেজ মাতিয়েছিলেন তার জাদুকরী গায়কীতে। এবার দ্বিতীয় বর্ষপূতিতে আসছেন প্রিয় দুই গায়ক পারভেজ সাজ্জাদ ও তরুণ মুন্সী। আশা করছি, এই আয়োজনটি সুন্দরভাবে শেষ হবে।’

এনএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS