Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮

দর্শকসারিতে পরীমণি

দর্শকসারিতে পরীমণি
পরীমণি

আজ (৮ অক্টোবর) মুক্তি পেয়েছে রাশিদ পলাশের প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’। ঢালিউডের অনেক তারকাই নিজের সিনেমা মুক্তির আগেও তেমন প্রচারণায় থাকেন না, অন্য নায়ক-নায়িকার সিনেমার প্রচারণায় থাকা তো দূরের কথা। তবে সেদিক থেকে খানিকটা ব্যতিক্রমী রূপে হাজির হলেন চিত্রনায়িকা পরীমণি। ‘পদ্মাপুরাণ’ মুক্তির আগের রাতে (৭ অক্টোবর) পরিচালককে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে সিনেমাপ্রেমী দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান। শুধু তাই নয়, সিনেমাটি দেখতে আজ রাতের শো'তে প্রেক্ষাগৃহে যাচ্ছেন এই অভিনেত্রী। অনেক দিন পর প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখবেন পরী।

এ প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমকে জানান, ‘এই সিনেমাটি দেখার আগ্রহ অনেক আগে থেকেই। অনেক দিন পর হলে গিয়ে দর্শকসারিতে বসে সিনেমা দেখব। আনন্দ লাগছে।’

এদিকে গতরাতে পোস্ট করা ভিডিওবার্তায় পরী বলেন, 'রাশিদ পলাশের সঙ্গে আমার একটি সিনেমায় কাজ হচ্ছে। সিনেমাটির নাম প্রীতিলতা। এখানে আমাদের প্রায় দুই বছরের জার্নি। এই সময়টিতে আমি তার কাছ থেকে যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, এই (পদ্মাপুরাণ) সিনেমাটা পুরো টিমের বড় ধরনের ত্যাগ এবং প্রতীক্ষার একটি সিনেমা। সেখান থেকে আমাদের দায়িত্বটাও একটু বেশি ভারী। আমরা সবাই চাই, দলে দলে হল ভরে যাক। কোথাও একটা টিকিটও না থাকুক। আমাদের যাতে অগ্রীম টিকিট কাটতে হয়। আমার যাতে পরিচালকের কাছ থেকে একটা টিকিট নিতে হয় (মুখে হাসি)।'

তিনি আরও বলেন, 'আমার যত দর্শক-ভক্ত বা আমার যারা কাছের মানুষ আছেন, তাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, চলেন আমরা সবাই মিলে পদ্মাপুরাণ দেখি।'

ভিডিওটির শেষের দিকে 'পদ্মাপুরান'-এর মূল নারী চরিত্রের প্রশংসা করে নায়িকা বলেন, 'এই সিনেমায় প্রধান নারী চরিত্রে যিনি আছেন, সে এই সিনেমার জন্য নিজের মাথার চুল কেটে ফেলেছেন। এটা আমার কাছে চারটিখানি ব্যাপার না। আমি কি পারতাম? এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। এত বড় সাহস দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অবশ্যই এই সাহসের প্রতিদান পাবে।'

প্রসঙ্গত, এর আগেও নতুন পরিচালক, নায়ক কিংবা নায়িকার অভিষেকের সময় তাদের শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি। তিনি যখন প্রথম সিনেমায় এসেছিলেন তখন অনেকেই তাকে শুভকামনা জানিয়েছিলেন, সেই কৃতজ্ঞতাবোধ থেকেই নতুনদের অনুপ্রেরণা দেন এই অভিনেত্রী।

এনএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS