• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

'পাশে থাকা মানে কাঁধে হাত রাখা নয়, দোয়া চেয়েও পাশে দাঁড়ানো যায়'

  ০৭ অক্টোবর ২০২১, ১৮:৩৬
'পাশে থাকা মানে কাঁধে হাত রাখা নয়, দোয়া চেয়েও পাশে দাঁড়ানো যায়'
সাইমন সাদিক

তারকা খ্যাতির সুখ আছে, দুঃখও কম নেই। অনুরাগীরা প্রশংসা করেন আবার কেউ কেউ দু-চার কথা শুনিয়েও দেন। তবে কখনো কখনো কিছু কথা হয়ে যায় চরম অবমাননাকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রায়ই কটাক্ষের শিকার হন তারকারা। কেউ হয়তো কথা শোনেন শরীরের রং নিয়ে, কেউ শরীরের গড়ন নিয়ে, কেউ তাদের অভিনয় নিয়ে, কেউ-বা পোশাকের জন্য, আবার কেউ কোনো মন্তব্যের জেরে। তারকা সংশ্লিষ্ট যেকোনো খবর পেলেই তাতে হুমড়ি খেয়ে পড়ে নেটিজেনরা। বুঝে কিংবা না বুঝেই একজনকে হেয় করার উদ্দেশে করে বসেন নানা কটু মন্তব্য, যা সাইবার অপরাধের শামিল।

বর্তমানে সিনেপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। মাদককাণ্ডে তার ছেলে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। নেটাগরিকদের কটাক্ষের শিকার হয়েছেন কিং খান। এমনকি তাদের একাংশ শাহরুখ খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

প্রিয় তারকার এমন দুঃসময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকাও শাহরুখের সমর্থনে সরব হয়েছেন। তাদের কেউ সশরীরে শাহরুখের বাসায় গেছেন, কেউ ফোন করে খোঁজ নিয়েছেন কেউবা টুইটারে তাকে সমর্থন জানিয়েছেন। এদিকে পছন্দের অভিনেতার এমন বিপদে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক।

শাহরুখ ভক্ত এই নায়ক লিখেছিলেন, 'পৃথিবীতে কোনো বাবাই খারাপ না। আর বাবার কাছে কোনো সন্তান খারাপ, সেটা চিন্তাতেও আসে না। একজন বাবার কাছে সবচেয়ে খারাপ সময়টা হলো, যখন তার সন্তান বিশাল বড় একটা দুঃসময় পার করে। শাহরুখ খান শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে আপনার যে সুনাম, আপনার যে মহত্ব, আপনার যে খ্যাতি, আপনার যে মানবিক দিক, সেটা হয়তো দুই-চার-দশজনের আছে। আপনার নিজের সংসারের ছবির ফ্রেম অসাধারণ, চমৎকার ও ভালোবাসার। নিজের সন্তানের দুঃসময়ে আপনি যেভাবে ভেঙে পড়েছেন, এটা খুব স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, রাতের আকাশ ভোরের অপেক্ষায়। সব জটিলতা কাটিয়ে ছেলে ফিরে আসুক ঘরে, আনন্দে ভরে উঠুক ভুবন। নিজের মতো নিজের ছেলের যত্ন নিন। ছেলের বন্ধুদের যত্ন নিন। শাসন, খেয়াল, আনন্দ আর ভালোবাসায় ভেসে যাক সব দুঃখ স্মৃতি।'

চিত্রনায়ক সাইমনের এমন স্ট্যাটাসের পর 'শাহরুখের দুঃসময়ে পাশে দাঁড়ালেন নায়ক সাইমন' এমন শিরোনামে আরটিভি নিউজে প্রকাশিত খবরটি নিজের ওয়ালে শেয়ার করেন তিনি। এমন খবরে সাইমনের অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানালেও কেউ কেউ এই নায়ককে হেয় করে একের পর এক বাজে মন্তব্য করেন।

সাইমন আরটিভি নিউজকে জানান, 'আমি শাহরুখের ভক্ত। সুযোগ পেলে অবশ্যই তার বিপদে এগিয়ে যাব। প্রিয় তারকার এমন দুঃসময়ে তার জন্য দোয়া চাওয়াটা ভুল কিছু নয়। পাশে থাকা মানে কাঁধে হাত রাখা নয়, দোয়া চেয়েও পাশে দাঁড়ানো যায়। কিছু মানুষ না বুঝেই বাজে মন্তব্য করছেন। আসলে আমরাই আমাদের ছোট করতে ব্যস্ত থাকি।'

আরটিভি নিউজের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, 'আমরা যখন কারও জন্য দোয়া করি, তখন কি সেই মানুষটিকে আমাদের সামনে বসিয়ে রাখি? নাকি দোয়া চাওয়ার পর ফোন করে জানাই, আপনার জন্য দোয়া চেয়েছি! একজনের জন্য দোয়া করা মানেই হলো তার পাশে দাঁড়ানো।'

কটাক্ষ করা ব্যক্তিদের প্রসঙ্গে এই নায়ক জানান, 'আসলে বাজে মন্তব্যকারীদের বলার কিছু নেই। আমাদের সমাজ ব্যবস্থা এখন এভাবেই চলছে, অভ্যস্থ হয়ে গেছে। কিন্তু আমরা এটা চাই না, আমি চাই না। মানুষকে সম্মান ও ভালোবাসা দিতে শিখতে হবে। মানুষকে মানুষ ভাবতে হবে।'

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবের পরিবর্তে যাকে দলে ভেড়ালো কলকাতা
নিয়ম ভেঙে কলকাতার শুরুর ম্যাচেই মাঠে থাকছেন শাহরুখ
শাহরুখের পর এবার বুর্জ খলিফায় শাকিবের চমক
শাহরুখের যে নায়িকার মৃত্যু আজও এক অজানা রহস্য
X
Fresh