• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রীকে যেভাবে ব্ল্যাকমেইল করতেন নোবেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২১, ১৭:০২
স্ত্রীকে যেভাবে ব্ল্যাকমেইল করতেন নোবেল

দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির বিতর্কিত নাম তরুণ গায়ক নোবেল। গান ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। বিতর্কিত এই গায়ককে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল।

এর আগেই নোবেলের বিরুদ্ধে স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে। নির্যাতনের কথা উল্লেখ করে সালসাবিল তার একটি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, 'এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি।'

তিনি আরও জানান, 'যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত।'

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। মাস খানেক পরই তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। কিন্তু সেই দিবসটি আর একসঙ্গে উদযাপন করা হবে না নোবেল ও সালসাবিলের। বিয়ের দুই বছর পার না হতেই বিচ্ছেদের পথে হাঁটলেন এ দম্পতি।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে সালসাবিল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেয়া হয়েছে কিনা তা আমি এখনো জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।'

এনএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
‘স্লিপ ডিভোর্স’ দাম্পত্য জীবনে কার্যকর কি না, জানালেন মনোবিদরা
‘ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত’
X
Fresh