• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকাতেই হবে মিথিলার দুর্গাপূজা, আসবেন সৃজিতও

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২
ঢাকাতেই হবে মিথিলার দুর্গাপূজা, আসবেন সৃজিতও

দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার নামী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর সেখানেই থাকছেন এই অভিনেত্রী। পূজা উপলক্ষ্যে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ক'দিন আগেই একটি অনুষ্ঠানে মিথিলা জানিয়েছিলেন, তার এবারের পূজা কাটবে কলকাতায়। সঙ্গে থাকবে ঢাকাই জামদানি। পূজার জন্য শাড়িটি তুলে রেখেছেন তিনি। তবে সিদ্ধান্ত পাল্টেছেন এই অভিনেত্রী। কলকাতায় নয়, ঢাকাতেই হবে মিথিলার দুর্গাপূজা। আসবেন সৃজিতও।

কলকাতার একটি সংবাদমাধ্যমে মিথিলা বলেন, ‘এ বার কলকাতায় থাকছি না। সৃজিত মুম্বাইয়ে শুটিংয়ে ব্যস্ত থাকবে। কলকাতায় একা একা মন খারাপ হবে আমার। তাই বাংলাদেশে নিজের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এরইমধ্যে পূজার কেনাকাটা সেরে ফেলেছেন মিথিলা। তবে নিজের জন্য নয়, মা আর বোনের জন্য শাড়ি কিনেছেন তিনি। মিথিলার ভাষ্য, ‘মা আর বোনের জন্য কলকাতা থেকে শাড়ি কিনেছি। আয়রার জন্য কিছুই কিনতে হয়নি। কত কত উপহার পেয়েছে সে! সৃজিতের জন্য আলাদা করে কিছু কেনা হয়নি। নিজের জন্যও নিইনি কিছু। মুম্বাই থেকে সৃজিত সোজা বাংলাদেশে যাবে। সেখানে গিয়ে সৃজিত কেনাকাটা না করে থাকতেই পারে না। তাই ওর পূজার কেনাকাটা ওখানেই হবে মনে হচ্ছে।’

ইসলাম ধর্মের অনুসারী হলেও মিথিলা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ছোটবেলা থেকেই দুর্গাপূজা কিংবা বড় দিন, সব উৎসবে সমানভাবে আনন্দ করতেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘এখন যেমন বিশ্বের প্রতিটি দেশে ছোঁয়াচে রোগের মতো সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে, আমাদের সময়ে কিন্তু সেই পরিস্থিতির মুখোমুখি হইনি আমরা। দুর্গাপূজা, ঈদ বা বড়দিন; প্রতিটি উৎসবেই আমরা একইভাবে আনন্দ করেছি। তবে এ কথা ঠিক, কলকাতায় যেমন বড় করে দুর্গাপূজা পালন করা হয়, বাংলাদেশে তেমনটা ঘটে ঈদের সময়ে।’

উল্লেখ্য, কলকাতার 'মায়া'র পর এরইমধ্যে নতুন দুই সিনেমার খবর জানিয়েছেন মিথিলা। তার দ্বিতীয় সিনেমা ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ নির্মাণ করবেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে পর্দায় হাজির হবেন ববি চক্রবর্তী। এছাড়াও ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ‌্যান্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। এতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
X
Fresh