Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, ৭ কার্তিক ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:১২

ডিভোর্স দিয়ে ৫০ কোটি পাচ্ছেন অভিনেত্রী

ডিভোর্স দিয়ে ৫০ কোটি পাচ্ছেন অভিনেত্রী

ভারতের দক্ষিণী সিনেমার তারকা দম্পতি নাগা-সামান্থা। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন নাগা চৈতন্য আক্কিনেনি। কিন্তু সে বিয়ে আর টিকছে না। দুই পক্ষের সিদ্ধান্তে এরই মধ্যে ডিভোর্সের আবেদন করা হয়েছে। বিচ্ছেদের পর চৈতন্যের কাছ থেকে ভরণপোষণ বাবদ মোটা অংকের টাকা পাচ্ছেন সামান্থা।

শোনা যাচ্ছে, অন্তত ৫০ কোটি রুপি পাবেন এ অভিনেত্রী। যা তাদের বিয়ের খরচের চেয়ে পাঁচগুণ বেশি। পর্যটন নগরী গোয়ায় তাদের জমকালো বিয়ের আয়োজনে ব্যয় হয়েছিল প্রায় ১০ কোটি রুপি।

এদিকে কেউ কেউ বলছেন, আগামী ৭ অক্টোবর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেবেন সামান্থা ও চৈতন্য। ২০১৭ সালের এই দিনেই বিয়ে করেছিলেন তারা। যদিও বিচ্ছেদ ইস্যুতে এখনো পর্যন্ত সরাসরি কিছুই বলেননি এই দম্পতি।

বেশ কয়েক মাস আগেই নাগা-সামান্থার বিচ্ছেদের গুঞ্জন উঠে। মূল বিষয় হলো- বিয়ের পর সামান্থা তার নামের শেষাংশে স্বামীর পদবী ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে লিখেন সামান্থা আক্কিনেনি। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেছেন এই অভিনেত্রী। এখন তার প্রোফাইলের নাম দেখা যাচ্ছে সামান্থা রুথ প্রভু। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন।

দ্য ফিল্ম কম্পেনিয়ানের একটি সাক্ষাৎকারে, সামান্থাকে এই পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তার পদবি মুছে দেওয়া সম্পর্কে প্রশ্ন শুনে অভিনেত্রী হেসে হেসে বলেন, তিনি তখনই গসিপ ও গুজবে সাড়া দেবেন যখন তার মনে হবে। অন্য সবার মতো, তিনিও তার নিজের মতামতের অধিকারী। তিনি এমন কেউ নন যে, বিতর্কের মুখে তার মন হারিয়ে ফেলেন। এমনকি সোশ্যাল মিডিয়া ট্রল ও বিতর্ক তাকে প্রভাবিত করে না।

প্রসঙ্গত, সামান্থা ও নাগা চৈতন্য দুজনেই সিনেমায় নিয়মিত কাজ করছেন। এছাড়া বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে তো অর্থ আসেই। সামান্থা-নাগা দম্পতি কত সম্পদের মালিক জানেন কী?

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সামান্থা আক্কিনেনি সব মিলিয়ে ৮৪ কোটি রুপির মালিক। আর নাগা চেতন্যর অর্থের পরিমাণ ৩৮ কোটি রুপি। দুজনের মোট অর্থের পরিমাণ ১২২ কোটি রুপি।

ইজে/এনএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS