Mir cement
logo
  • ঢাকা রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৪

সিঁদুর পরিয়ে বিয়ে করলেন যশ! (ভিডিও)

সিঁদুর পরিয়ে বিয়ে করলেন যশ! (ভিডিও)
যশ দাশগুপ্ত

গেলো শুক্রবার বিশ্বকর্মা পূজায় এনা সাহার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সময়ের আলোচিত তারকা জুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। এসময় লাল রঙা সিঁদুরে রঞ্জিত ছিলো নুসরাতের সিঁথি। তবে কি ‘যশরত’ চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন?

সম্প্রতি নুসরাতের ছেলের বাবা হিসেবে যশের নাম প্রকাশ্যে এসেছে। তবে তারা বিয়ে করেছেন কিনা, সে বিষয়টি এখনো ধোঁয়াশায় রয়েছে। তবে হ্যাঁ যশ যে বিয়ে করেছেন, তার প্রমাণ মিললো অন্যভাবে। তিনি সিঁদুর পরালেন, গালেও সিঁদুর মাখালেন।

প্রশ্ন উঠতে পারে কাকে সিঁদুর পরালেন যশ? নুসরাতকে নয়, ইউটিউবার স্যান্ডি সাহার কপালে সিঁদুর পরালেন যশ। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন স্যান্ডি।

ভিডিওতে দেখা যাচ্ছে- যশের দিকে কপাল এগিয়ে দিচ্ছেন স্যান্ডি। গেরুয়া রঙের সেই সিঁদুর মোটা করে স্যান্ডির মাথায় পরিয়ে দিলেন যশ। সেই সিঁদুরই স্যান্ডির গালেও মাখালেন। খানিকটা লজ্জা পেলেন স্যান্ডি। যশ তার লাজুক মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমকে স্যান্ডি বলেন, ‘যশ যদি কেবল ভিডিওর জন্য আমায় মাথায় সিঁদুর পরায়, তাতেও আমি নিজেকে তার স্ত্রী-ই মনে করি। গত পরশু আমাদের বিয়ে হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করে স্যান্ডি লিখেছেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা। অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো।’

স্যান্ডির সেই ভিডিও প্রকাশের ঘন্টা না পেরুতেই প্রায় ১০ হাজার রিয়্যাক্ট পড়েছে। নেটাগরিকরা তাদের নিজস্ব মতামত জানাচ্ছে। মন্তব্য বক্সে স্যান্ডি লিখে দিয়েছেন, 'আচ্ছা সিঁদুরের রং গেরুয়া, এর সাথে কোনোরকম রাজনৈতিকতার সম্পর্ক নেই।'

স্যান্ডির ভাষ্য, ‘যশ তো বিজেপি সমর্থক, তাই আমি গেরুয়া রঙের সিঁদুর নিয়ে গিয়েছিলাম। সেই রং-ই এখন আমার কপালে। তিনি যদি কোনও দিন রং বদলান, তবে আমার কপালের সিঁদুরের রং-ও পাল্টে যাবে।’

নুসরাতের সঙ্গেও স্যান্ডির কথা হয়েছে। স্যান্ডিকে নাকি তিনি ঈশানের 'সৎ মা' হিসেবে মেনেও নিয়েছেন! কিন্তু সব কথা এখনই জানাতে পারবেন না স্যান্ডি। দু’দিনের মধ্যে তার অনুরাগীরা পুরো বিষয়টি জানতে পারবে।

সূত্র: আনন্দবাজার

এনএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS