• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অক্ষয়কে মোদির চিঠি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬
অক্ষয়কে মোদির চিঠি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। গেলো বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা নিজেই।

অক্ষয় লিখেছেন, ‘আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ (৮ সেপ্টেম্বর) সকালে আমাদের ছেড়ে গিয়েছেন। মা আমার অস্তিত্বের শিকড় ছিলেন। এই বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।’

মা হারা অক্ষয়কে শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, 'সবচেয়ে ভালো হতো যদি এই চিঠিই আমাকে লিখতে না হতো। তোমার মায়ের মৃত্যুতে আমি শোকাহত। সেদিন সকালে যখন তোমার সঙ্গে কথা হয়, তখন তুমি শোকে মুহ্যমান ছিলে। এরপর তুমি যখন লেখো মা তোমার অন্তরআত্মা ছিল তখন আমি নিজেও ইমোশনাল হয়ে পড়ি।'

সমবেদনা জানিয়ে তিনি আরও লেখেন, 'তোমার মা তোমার সমস্ত সাফল্য দেখে গেছেন। তিনি জেনে গেছেন যে তার ছেলে ভারতের অন্যতম সেরা অভিনেতা।'

প্রধানমন্ত্রীর সেই চিঠি ইনস্টাগ্রামে পোস্ট করে অক্ষয় লিখেছেন, 'মা চলে যাওয়ার পর যারা শোকবার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী যে তার ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমার উদ্দেশ্যে এই শোকবার্তা লিখেছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। এটা সারাজীবন আমার সঙ্গে থাকবে।'

প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন অরুণা ভাটিয়া। মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই লন্ডনে ‘সিন্ডারেলা’ সিনেমার শুটিং ছেড়ে মুম্বাই ফেরার বিমান ধরেন অক্ষয়। দ্রুত ফিরে এসেই হাসপাতালে মায়ের কাছে গিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু মা'কে নিজের কাছে রাখতে পারেননি।

সূত্র: জি নিউজ

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি
টাকা জমা না দেওয়ায় ২২ হজ এজেন্সিকে চিঠি
প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি
৩২ দেশকে ইসরায়েলের চিঠি, কি ছিল সেই চিঠিতে
X
Fresh