• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিয়ের আসরে বর-বধূর গান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১
বিয়ের আসরে বর-বধূর গান (ভিডিও)
বর মোমিন বিশ্বাস ও কনে নোশিন তাবাসসুম স্মরণ

কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস বিয়ে করেছেন। কনে সঙ্গীতশিল্পী ক্ষুদে গানরাজের নোশিন তাবাসসুম স্মরণ। গুরু এন্ড্রু কিশোরের গান গেয়ে নিজের বিয়ের আসর মাতিয়েছেন এই শিষ্য। সঙ্গে তার নববধূও কন্ঠ মিলিয়েছেন।

এ জীবনে যারে চেয়েছি/আজ আমি তারে পেয়েছি/তুমি আমার সেই তুমি আমার...গানটি দ্বৈতকন্ঠে গেয়েছেন মোমিন ও স্মরণ। বর-কণের মনোমুগ্ধকর এই পরিবেশনা উপভোগ করেছেন দেশের প্রখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা অঞ্জনাসহ উপস্থিত অতিথিরা। এছাড়াও 'তোমার চোখ কাজল কালো/তোমার অঙ্গে রূপের আলো...' নবদম্পতির গাওয়া এই গানের তালে নেচেছেন চিত্রনায়িকা অঞ্জনা।

প্রয়াত কিংবদন্তি গায়কের একমাত্র শিষ্য মোমিন। আর তাই তার জীবনে এন্ড্রু কিশোরের অভাব পূরণ হওয়ার নয়। তবে সেই অভাব অনেকটাই পূরণ করার চেষ্টা করেন সাবিনা ইয়াসমিন। কেনন সাবিনা ইয়াসমিন তার মাঝে এন্ড্রু কিশোরের ছায়া খোঁজেন। মোমিনের সঙ্গে দেখা হলেই যেন এন্ড্রু কিশোরের উপস্থিতি টের পান তিনি।

সাবিনা ইয়াসমিন বলেন, 'আমাদের সঙ্গে মোমিনকে পরিচয় করিয়ে দিয়েছে এন্ড্রু কিশোর নিজেই। শুধু তাই নয় কিশোর নিজেই ওকে তালিম দিতো। বলতো আমার একমাত্র শিষ্য। এখন কিশোর নেই। মোমিনকে দেখলেই আমার কিশোরের কথা মনে পড়ে। আমাকে এন্ড্রু কিশোরই বলত, ও (মোমিন) আমার শিষ্য। আপা দেখবেন ও খুব ভালো গান করে, সুন্দর গান করে। কিশোর ওকে এত ভালোবাসত যে ও (মোমিন) আসলে মিশে গিয়েছিল আমাদের সঙ্গে। কিশোরের একটা স্বপ্ন পূরণ হয়েছে। তার পছন্দের ছেলেটা আমার সঙ্গে গেয়েছে।'

তিনি আরও বলেন, 'করোনার কারণে সাধারণত কোথাও যাওয়া হয় না। কিন্তু এই মোমিন আমার কাছে সন্তানের মতো। এন্ডু কিশোর তাকে খুবই আদর করতো। আজ তার প্রিয় ছাত্র, পুত্রতুল্য মোমিন বিয়ে করছে। কি খুশিটাই না হতো সে। মোমিন তার বউকে নিয়ে এন্ড্রু কিশোরের গান গাইছে বিয়ের দিন, আমার কাছে এই দৃশ্যটা দারুণ লেগেছে। মোমিন ওর গুরুকে মিস করছে। কাঁদছে। ওর জন্য সত্যিই কষ্ট হচ্ছে। এন্ড্রু কিশোরের জন্য সবসময়ই ওর ভেতরে একটা অন্যরকম শ্রদ্ধা দেখেছি। মোমিনের নতুন জীবনের জন্য শুভকামনা রইলো।’

এন্ড্রু কিশোরকে স্মরণ করে মোমিন বলেন, ‘আমার এ বেদনার শেষ নেই। এখানে অনেকেই আছেন। কিন্তু চোখজোড়া শুধু তাকেই খুঁজছে, মিস করছি তাকে।’

উল্লেখ্য, গান করতে গিয়েই সঙ্গীতশিল্পী স্মরণের সঙ্গে তার পরিচয় ও কাছাকাছি আসা। সেই সম্পর্ক এবার বিয়েতে গড়ালো। গতকাল (১০ সেপ্টেম্বর) ছিলো তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানালেন সাবিনা ইয়াসমিন
সার্জারি সম্পন্ন, রেডিওথেরাপি দেওয়া হবে সাবিনা ইয়াসমিনকে
ফের ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে সাবিনা ইয়াসমিন
শিষ্যকে মারধরের মাশুল গুনলেন রাহাত ফতেহ আলী
X
Fresh