• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নয়া মোড় নিলো জাভেদ-কঙ্গনা দ্বন্দ্ব 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬
নয়া মোড় নিলো জাভেদ-কঙ্গনা দ্বন্দ্ব
ফাইল ছবি

জাভেদ-কঙ্গনা মামলার প্রথম ধাপে এগিয়ে গেলেন গীতিকার জাভেদ আখতার। ২০২০ সালে ভারতে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে জাভেদ মানহানির মামলা দায়ের করেছিলেন কঙ্গনার বিরুদ্ধে। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বইয়ের একটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। বৃহস্পতিবার বোম্বে হাই কোর্ট অভিনেত্রীর সেই আবেদন খারিজ করে দিয়েছে।

গেল বছর সাংবাদিক অর্ণব গোস্বামীকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবীণ গীতিকারের বিরুদ্ধে কঙ্গনা মানহানিকর, ভিত্তিহীন মন্তব্য করেছিলেন, এমনই অভিযোগ জানিয়েছিলেন জাভেদ। রানাউত এবং তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি চলতি বছরের শুরুতে এই মানহানি মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আদালত এই মামলায় যথেষ্ট মানবিক নয়।

এর পরেই গেল ডিসেম্বরে আদালত জুহু পুলিশকে কঙ্গনার বিরুদ্ধে জাভেদের আনা অভিযোগের তদন্তের নির্দেশ দেয়। অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হয়। এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে কঙ্গনাকে সমন পাঠানো হয়। সূত্র: আনন্দবাজার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গনা-আলিয়া বিতর্কে বিস্ফোরক মন্তব্য রণদীপের
নির্বাচনের প্রচারণায় ভিন্ন এক কঙ্গনা
কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে সম্বোধন, বিপাকে কংগ্রেস নেত্রী
অবশেষে নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা
X
Fresh