• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে সরে যাচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪
যে কারণে শিল্পী সমিতির নির্বাচন করবেন না শাকিব খান
শাকিব খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে। এরই মধ্যে নতুন করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) খবর ছড়ায়, আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন শাকিব খান। তিনি এর আগেও টানা দুইবার সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু আসন্ন নির্বাচন ঘিরে এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করলেন শাকিব খান। তিনি বললেন, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’

বিভিন্ন অনলাইন ও দৈনিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, শাকিব খান ও নায়িকা নিপুণ মিলে একটি প্যানেল গঠন করছেন। সেখানে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ।

এ প্রসঙ্গে গণমাধ্যমে শাকিব বলেন, 'আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া। নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আর আমার এতো সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি আগাবে না। সুতরাং এসবের মধ্যে আমি নেই।'

তিনি আরও বলেন, 'যে বা যারা আমাকে জড়িয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার নিউজ করেছে কেউ আমার সঙ্গে কথা বলেনি। যারা নিউজ করেছে অনেককে ব্যক্তিগতভাবে চিনি না; আবার চিনলেও গত ছয়মাসেও তাদের সাথে দেখা হয়নি, এসব নিয়ে আলাপ হয়নি।'

অবশ্য এর আগে নির্বাচন নিয়ে আরও কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে আলাপ হয়েছিলো বলে জানিয়েছেন শাকিব খান। কিন্তু তখনই প্রস্তাবটি ফিরিয়ে দেন কিং খান। ভবিষ্যতেও শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার কথা ভাবছেন না বলে জানিয়েছেন এই তারকা।

শাকিব খান বলেন, 'আগেও কয়েকজন অভিনয় শিল্পী নির্বাচনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তখনই আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম, নির্বাচন করলে পরপর দু’বার নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারও করতাম। সেচ্ছায় যেহেতু সরে এসেছি আর এসবে নিজেকে জড়াতে চাই না।'

সিনেমার ব্যস্ততা তূলনামূলক বেড়ে যাওয়ায় তৃতীয়বার স্বেচ্ছায় নির্বাচনে অংশ নেননি শাকিব খান। আগামীতে ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে তার পূর্ণ মনোযোগ কাজে থাকবে। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা মনে করেন, ভালো কাজের জন্য চেষ্টা মূখ্য, সমিতি বা নির্বাচন নয়। তাই তিনি নির্বাচন করবেন না।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন যারা
চাঁদপুরে জামায়াতের পিছুটান
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন কাজী হায়াৎ
X
Fresh