• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাকিবের অভিযোগ তদন্তের আদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০১৭, ১৩:০৫

বাংলার সবচে' জনপ্রিয় নায়ক শাকিব খান। গেলো সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেন তিনি। শাকিবের নিরাপত্তা চেয়ে ওই জিডির তদন্ত করার অনুমতি দিয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ খান জিডিটির তদন্তের অনুমতি চেয়ে আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সুব্রত শুভ মামলা তদন্তের অনুমতি দিয়ে আসছে ১৩ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গেলো ৬ মে বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের রাতে আক্রমণে আহত হন শাকিব থান। ওই ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন তিনি।

আক্রমণে চলচ্চিত্র শিল্পী সমিতি নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানকে মূল পরিকল্পনাকারী হিসেবে জিডিতে উল্লেখ করেন এ নায়ক।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh