• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমার শরীরে বইছে আফগান রক্ত: আরশি খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২১, ২৩:৪৯
আমার শরীরে বইছে আফগান রক্ত: আরশি খান
আরশি খান

তালেবান কাবুল দখল করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে পালিয়েছেন। কাবুলের বুকে এখন তালেবানদের উত্তপ্ত নিঃশ্বাস। তালেবানের ভয়ে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে প্রতিদিন শত শত মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে 'বিগ বস ১৪' প্রতিযোগী আরশি খানের দাবি, 'আমার শিকড়ে রয়েছে আফগান রক্ত।'

নাগরিকত্ব নিয়ে তারকাদের ট্রল হওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েছিলেন আরশি খান। তবে আফগানি হওয়ার জন্য নয়, কিছু লোকের ধারণা আরশি পাকিস্তানি। আর সে কারণেই তাকে নিয়ে এমন টানাহেচড়া।

এ প্রসঙ্গে আরশি খান বলেন, 'আমরা নাগরিকত্ব নিয়ে ট্রল হওয়ার ঘটনা নতুন নয়। এই নিয়ে তৃতীয়বার আমাকে লক্ষ্য করা হয়েছে। ওরা ভাবে, আমি পাকিস্তানি নাগরিক। এই একই কারণে কাজের জায়গাতেও অনেক কথা সহ্য করতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে জানাতে চাই যে, আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্র রয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি একজন আফগানি পাঠান এবং আমার পরিবার ইউসুফ জাহির পাঠান গোষ্ঠীর অন্তর্গত। আমার দাদু আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং উনি ভোপালের জেলার ছিলেন। আমার পরিবার যখন এদেশে চলে এসেছিল, তখন আমার বয়স ছিল মাত্র ৪। আমার শিকড় আফগানিস্তানের, তবে আমি ভারতীয় নাগরিক।'

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আরশি খান বলেন, 'আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। ওখানকার পরিস্থিতির কথা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। বেশি চিন্তা হচ্ছে আফগান মহিলাদের নিয়ে। ছোটবেলায় এদেশে না চলে আসলে আজ আমাকেও হয়তো তাদের মতো ভীত-সন্ত্রস্ত হয়ে থাকতে হতো।'

সূত্র: জি নিউজ

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
X
Fresh