• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কবি রাজুব ভৌমিকের কথায় বন্যার গান

কামরুজ্জামান হেলাল,  যুক্তরাষ্ট্র প্রতিনিধি

  ০৩ আগস্ট ২০২১, ১৪:০৯
ছবি: সংগৃহীত

মিরর এক্সক্লুসিভের আয়োজনে কবি রাজুব ভৌমিকের লেখা “আমার পরাণে প্রেম এসেছে” গানটি নিয়ে আসছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গানটির সুর করেছেন তানিম আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ।

গানটি আগামী বৃহস্পতিবারে মিরর এক্সক্লুসিভের ইউটিউব চ্যানেল রিলিজ হতে যাচ্ছে।

গানটি নিয়ে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “অনেক দিন পর একটি সুন্দর আধুনিক গান গেয়েছি। আশা করি আপনার এই গানটি শুনবেন এবং দেখবেন। আপনাদের খারাপ লাগবে না।”

গানটির গীতিকবি রাজুব ভৌমিক বলেন, “এটা আমার লেখা প্রথম আধুনিক গান। ব্যস্ততার কারণে এখন গান লেখার সময় তেমন পাই না। তারপরও অনেক সময় নিয়ে এই গানটি লিখেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।”

উল্লেখ্য যে—সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা সঙ্গীতে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 
যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার
X
Fresh