• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিল্পী সমিতি নির্বাচনে কে এগিয়ে?

এ এইচ মুরাদ

  ০৪ মে ২০১৭, ১৫:৪০

রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটার ৬২৩ জন। বিজয়ীরা দু’ বছরের জন্য সমিতির সার্বিক দায়িত্বে থাকবেন।

মিশা সওদাগর-জায়েদ খান গেলো দু'বছর ধরে তাদের নির্বাচনী প্রচারণা করেছেন। অন্যদিকে আগের কমিটির সহ-সভাপতি ওমর সানীও সভাপতি পদে নির্বাচন করছেন ঘোষণা আসে আগে থেকেই। তবে তার প্যানেলে সেক্রেটারি হিসেবে ফেরদৌসের নাম শোনা গেলেও তিনি পরে নির্বাচন করবেন না বলে জানান। এরপর ওই প্যানেলে সেক্রেটারি পদে ইলিয়াস কোবরার নাম শোনা গেলেও কোনো এক রহস্যজনক কারণে তাকে বাদ দেয়া হয়। ড্যানি সিডাক সভাপতি ও ইলিয়াস কোবরা সেক্রেটারি হিসেবে নতুন প্যানেলের ঘোষণা দেন। তাদের সঙ্গে নির্বাচনে প্রার্থী হন একঝাক খল-অভিনেতা।

সভাপতি মিশা সওদাগর ও সেক্রেটারি পদে জায়েদ খান সিনিয়র অভিনেয় শিল্পীদের নিয়ে বেশ ভালোই প্রচারণা চালিয়েছেন। তাদের প্যানেলে বেশ কজন সিনিয়র শিল্পীও নির্বাচন করছে। প্রায় দু’বছর ধরে তাদের এ প্রচারণা ভালো ফল বয়ে আনবে বলেই ধারণা প্যানেলের সদস্যদের।

অন্যদিকে ওমর সানীও সিনিয়র অভিনেতা। গেলো কয়েক বছর ধরেই নিয়মিত শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে তাকে। তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তার প্যানেলের মূল শক্তি বলা হচ্ছে মৌসুমীকে। স্বামীকে সভাপতি নির্বাচিত করতে বেশ সরব এ নায়িকা। গেলো দু’ বারের সভাপতি শাকিব খানও সানী প্যানেলকে সমর্থন দেয়াতে লড়াইটা বেশ জমে উঠবে বলে ধারণা সবার।

নির্বাচনের ঠিক আগে হঠাৎ করেই প্যানেল ঘোষণা দেয়া ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান দু’ প্যানেলের ভোট কাটবে তা বলার অপেক্ষা রাখে না। বুধবার এফডিসিতে বেশ বড় আয়োজনেই প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

এদিকে যৌথ প্রযোজনা বা ভারতীয় ছবির ব্যাপারে সোচ্চার মিশা-জায়েদ প্যানেল। বর্তমান সময়ের সিনেমার এ সমস্যাই তাদের প্রচারণার অন্যতম উপজীব্য। গেলো কয়েক বছর ওমর সানী প্যানেলের সেক্রেটারি প্রার্থী অমিত হাসানের ব্যাপারেও বহু যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের আমলনামা পাওয়া যায়। অমিত হাসানের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের প্রশ্নে সমালোচনার তীর মিশা সওদাগরের দিকেও যাচ্ছে। কারণ ২০১৪ সালে মুক্তপ্রাপ্ত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ যৌথ প্রযোজনার ছবিতে মিশা ছাড়া আর কোনো অভিনয় শিল্পীদের চোখে পড়েনি। অনন্য মামুন পরিচালিত ওই ছবির মাধ্যমেই যৌথ প্রযোজনা নামে কালো থাবায় পড়ে ঢালিউড।

তবে দিন শেষে সাধারণ ভোটাররাই তাদের আগামীদিনের নেতাকে বেছে নেবেন। আর এই নতুন নেতৃত্বে কারা আসছেন তা শুক্রবার রাতেই জানা যাবে।

এইচএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh