Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ৫ আশ্বিন ১৪২৮

সোনু নিগমের সঙ্গে আড্ডা দিলেন মিথিলা

সোনু নিগমের সঙ্গে আড্ডা দিলেন মিথিলা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর বেশির ভাগ সময় কলকাতাতেই থাকেন তিনি। সম্প্রতি ভারতের সংগীতশিল্পী সোনু নিগমের সঙ্গে আড্ডায় মেতেছিলেন এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী সৃজিত মুখার্জিও।

রোববার (১ আগস্ট) সৃজিত তার ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে- স্ত্রী মধুরিমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সোনু। তার সামনে দাঁড়ানো মিথিলা, পাশে রয়েছেন সৃজিত। তাদের সবার মুখেই স্মিত হাসি।

সৃজিতের ফেসবুক ওয়াল থেকে নেয়া

ছবির ক‌্যাপশনে সৃজিত লিখেছেন, ‘প্রিয় সোনু নিগমের সঙ্গে স্মরণীয় সংগীত, দারুণ আড্ডা, সুস্বাদু নৈশভোজ।’

কবে বা কোথায় তারা আড্ডা দিয়েছেন সে বিষয় স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে তাদের আড্ডার স্থান ছিলো সোনুর বাসা। কারণ গেলো ৩০ জুলাই ছিলো সোনুর জন্মদিন। আর সে উপলক্ষ্যেই এই আড্ডা হতে পারে।

প্রসঙ্গত, সৃজিতের সঙ্গে সোনু নিগমের সখ্যতা নতুন নয়, একাধিকবার জুটি বেঁধেছেন তারা। নির্মাতার পোস্টে চারজনকে একসঙ্গে দেখে নেটাগরিকরাও উচ্ছ্বসিত। কমেন্ট বক্সে অনেকেই তাদের ভালোবাসা জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

এনএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS