• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইনি জটিলতায় 'বাহুবলী ২' পরিচালক

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ মে ২০১৭, ১৮:৩২

আইনি জটিলতায় পড়েছেন 'বাহুবলী ২: দ্য কনক্লিউশন' ছবির পরিচালক এসএস রাজামৌলি। হায়দরাবাদের 'আরেকাটিকা পোরাটা সমিতি'র অভিযোগ যে এ ছবির একটি সংলাপ তাদের ভাবাবেগে আঘাত করেছে।

এমন অভিযোগের ভিত্তিতেই পরিচালকের বিরুদ্ধে হায়দরাবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এ সমিতির মানুষ।

আরেকাটিকা বা কাটিকারা হলেন পেশায় কসাই। রোজগারের খাতিরে, ছাগোল, ভেড়া, মুরগির মাংস বিক্রি করেন তারা। এ পেশার জন্যই তাদেরকে অমানবিক, সমাজবিরোধী ও হিংস্র হিসেবে ছবিতে দেখানো হয়েছে বলে অভিযোগ তাদের।

ছবিতে একটি দৃশ্যে কাটাপ্পার মুখে একটি সংলাপ ছিল 'কাটিকা চিকাটি'। এ সংলাপই নাকি তাদের গোষ্ঠীকে ছোট করে দেখিয়েছে। তাইতো সিবিএফসির কাছে ছবি থেকে সংলাপটি সরিয়ে দেয়ার দাবিও করেছেন কাটিকারা।

'বাহুবলী ২' ছবি মুক্তির পর থেকে তাদের ছেলেমেয়েদের ও স্কুলে গিয়ে ভেদাভেদের শিকার হতে হচ্ছে। অন্যান্য শিশুরা তাদের অপরাধী ও সমাজবিরোধীদের চোখে দেখছে। অভিযোগ কাটিকা সমিতির মানুষের।

এর আগে ২০১৫ সালে 'বাহুবলী: দ্য বিগিনিং' মুক্তি পায়। বক্স অফিস কাঁপিয়ে ছবিটি সেসময় আয় করে ৫০০ কোটি রুপিরও বেশি।

ওই ছবির সিক্যুয়েল 'বাহুবলী ২: দ্য কনক্লুশন' মুক্তির ৪ দিনের মধ্যেই ৫০০ কোটির বেশি রুপি আয় করেছে।

অভিনয় করেছেন দক্ষিনি ছবির সুপারস্টার প্রভাস, রানা দগুবতী, আনুশকা শেঠী, তামান্না ভাটিয়া, সত্যরাজ ও রামায়া কৃষ্ণা।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh