• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভূমির আক্ষেপ

বিনোদন ডেস্ক

  ২৮ জুলাই ২০২১, ১৬:৫০
ভূমি পেডনেকর
ভূমি পেডনেকর

বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ভূমি পেডনেকর। প্রকৃতিগত দিক থেকে দেখলে সাধারণত মানুষের চেয়ে স্বার্থপর প্রাণী আর খুঁজে পাওয়া যাবে না এমনটাই বলেছেন তিনি।

মানুষের প্রকৃতি কীভাবে প্রকৃতি বা পরিবেশের ক্ষতি করে চলেছে, এটি নিয়ে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে সরব হলেন পরিবেশ নিয়ে সক্রিয়ভাবে কাজ করে চলা এই অভিনেত্রী।

বর্তমানে সারা বিশ্ব জুড়ে একের পর এক যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তা মূলত মানুষের অপকর্মের ফসল। বলে মনে করেন ভূমি।

তিনি বলেন, জার্মানিতে, মহারাষ্ট্রের কিছু অংশে, চীনে এই যে মাঝে মাঝেই হড়কা বানের খবর শোনা যাচ্ছে, এর মূলেও রয়েছে প্রাকৃতিক সম্পদের বিনাশ এবং তার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া।

ভূমি বলছেন, যখন স্বেচ্ছাসেবী সংস্থার কাজে তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণের সঙ্গে কথা বলতে যান, তখন বেশিরভাগ ক্ষেত্রেই তার কথা কেউ মেনে নিতে চান না। কেউ কেউ বলেন, এসব প্রকৃতির নিজস্ব ব্যাপার।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh