• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রতিবাদের মুখে নাটক প্রত্যাহার করে ক্ষমা চাইলেন শিল্পী-কলাকুশলীরা

আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ০৯:০৩
‘ঘটনা সত্য’ নাটকের অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

অবশেষে প্রতিবাদের মুখে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক প্রত্যাহার করে নিয়েছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। নাটকটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দেওয়ায় ক্ষমা চেয়েছেন নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা।

জানা গেছে, রুবেল হাসান পরিচালিত এবং আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘ঘটনা সত্য’ নাটকটি প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়। এ নাটকে দেখা যায়, নিশো একজন গাড়িচালক আর মেহজাবীন গৃহপরিচারিকা। নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনা শুরু। সেখানে বলা হয়, প্রতিবন্ধী শিশু পাপের ফল। বিষয়টি নিয়ে একাধিক সংগঠন প্রতিবাদ জানায়।

অপরদিকে নাটকের প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির পক্ষ থেকে ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়েছে, ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী ও কলাকুশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেকেই জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে। অভিযোগটির সাথে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। অসাবধানতাবশত নাটকে আমরা ভুল একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গেই আমরা নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিই।’

নাটকের অন্যতম অভিনয়শিল্পী মেহজাবীনও বিষয়টি নিয়ে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। নাটকটির নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটা আমাদের ভুল। যেসব বাবা-মায়েরা আমাদের এই ভুলে কষ্ট পেয়েছেন, তাঁদের সবার কাছে ক্ষমা চাইছি।’
পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh