• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অপেক্ষা সেই বিদায় ঘণ্টা বাজার: বাপ্পারাজ

বিনোদন ডেস্ক

  ২৫ জুলাই ২০২১, ২০:০০
বাপ্পারাজ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে গোটা বিশ্ব থমকে গেছে। সারা দেশে লকডাউন চলছে। শোবিজ অঙ্গনের অনেকেও করোনার ভয়াল থাবায় মারা গেছেন।

এমন পরিস্থিতিতে চিন্তিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি শঙ্কিত চলমান এই মৃত্যুর মিছিল নিয়ে।

নিজের ফেসবুকে বাপ্পারাজ লিখেছেন, প্রিয় মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে, গোচরে, অগোচরে। নীরবে। একেকটা খবর শুনি আর মনে হয়, এই বুঝি আমারও ডাক পড়ে গেল।

মনকে বোঝাই, এটাই জীবন, এটাই বাস্তবতা, চলে যেতেই হবে, নেই এর বিকল্প। শুধু অপেক্ষা সেই বিদায় ঘণ্টা বাজার!

১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘চাপাডাঙার বউ’ ছবি দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক তার। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বাপ্পারাজ অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।
নানা আমেজ, ইমেজ, স্বাদের গল্প ও চরিত্রে তাকে দেখেছেন দর্শক। তবে সবকিছু ছাপিয়ে ত্রিভূজ প্রেমের ছবিতে স্যাক্রিফাইসিং চরিত্রগুলোতে বা ব্যর্থ প্রেমিকের চরিত্রে বাপ্পারাজ এই দেশের সিনেমায় একটি ব্র্যান্ড, একটি খ্যাতি এবং দারুণ সাফল্যের উদাহরণ।

‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ ইত্যাদি চলচ্চিত্রগুলো বাপ্পারাজকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেমন নেতা-নেত্রী, তেমন কর্মীরাও : বাপ্পারাজ
পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না
অবশেষে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা
X
Fresh