• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন ফকির আলমগীর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২১, ১৪:৩১
শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন ফকির আলমগীর
ফকির আলমগীর

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন গণসংগীতশিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বাঁশীবাদক ফকির আলমগীর। প্রয়াত এই শিল্পীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বৃষ্টি ও লকডাউন সত্ত্বেও ফকির আলমগীরকে দেখতে শহীদ মিনারে হাজির হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বরেণ্য এই শিল্পীকে শেষবার শ্রদ্ধা নিবেদন করছেন তারা।

এর আগে পল্লীমা সংসদে প্রথম জানাযা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ফকির আলমগীরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজার পর ফকির আলমগীরকে তালতলা কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই সংগীতশিল্পী। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুয়েটে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের শ্রদ্ধা
বুয়েট প্রশাসনকে এবার ছাত্রলীগের আল্টিমেটাম
আজ বাদ জোহর সাদি মহম্মদের জানাজা
২৩ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh