• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাহুবলী ২ : চারদিনে আয় সাড়ে ৫শ’ কোটি রূপি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মে ২০১৭, ১৩:১০

ভারতের ব্যবসা সফল ছবি ‘বাহুবলী ২’ মুক্তি পেয়েছে মাত্র ৪ দিন হলো।

এরই মধ্যে বক্স অফিসে ইতিহাস গড়ে বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে সাড়ে ৫শ’ কোটি রূপির ওপরে।

বহুল আলোচিত এ সিনেমা মুক্তি পেয়েছে গেলো শুক্রবার। সাড়া বিশ্বে প্রায় ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে।

তার মধ্যে ভারতেই ছিলো প্রায় সাড়ে ৬ হাজার।

প্রথম দিনেই ছবিটির আয় ছিল ১২১ কোটি টাকা। শুধু হিন্দি ডাবিং এ প্রথম দিনে ছবিটি আয় করে প্রায় ৪০ কোটি টাকা।

হিন্দি ভার্সনটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন।

করণ এ দিন টুইট করেন, ‘ঐতিহাসিক উইকেন্ড। তিন দিনে বাহুবলী ২-এর হিন্দি ভার্সনের আয় ১২৮ কোটি টাকা। আশার অতীত…।’

ভারতের দক্ষিণী ছবির কিংবদন্তি রজনীকান্ত খোদ এ ছবি দেখে রিভিউ দেন। তিনি টুইট করেন, ‘বাহুবলী ২’ ভারতীয় সিনেমার গর্ব। ভগবানের নিজের সন্তান এস এস রাজামৌলি ও তাঁর টিমের প্রতি আমার স্যালুট।’

ধারণ করা হচ্ছে, আগের সব রের্কড ভেঙ্গে ‘বাহুবলী ২’ গড়বে নতুন এক ইতিহাস ।

তবে ‘বাহুবলী ২’ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই।

গেলো শুক্রবার ছবিটির মুক্তির দিনে ভোর ৪টা না বাজতেই হায়দরাবাদসহ দক্ষিণ ভারতে সিনেমা হলগুলোয় টিকিটের জন্য দেখা যায় উপচে পড়া ভিড়। হায়দরাবাদে ঈশ্বর থিয়েটার হলে ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে বলেও খবর মিলেছে।

বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। আবার হায়দরাবাদের নেকলেস রোডে প্রসাদস আইম্যাক্স থিয়েটারে ‘বাহুবলী ২’র আগাম টিকিট কাটতে ৩ কিলোমিটার লম্বা লাইন পড়ে।

এখন শুধু দেখার প্রতীক্ষা ‘বাহুবলী ২’ আর কি কি রের্কড গড়ে।

বাহুবলির প্রথম পর্ব মুক্তি পায় ২০১৫ সালে। বক্স অফিস থেকে ছবিটি আয় করে ৫০০ কোটি রুপিরও বেশি।

এবার ‘বাহুবলী : দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’ সিনেমার দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন প্রভাস, রানা দগুবতী, আনুশকা শেঠী, তামান্না ভাটিয়া, সত্যরাজ ও রামায়া কৃষ্ণা এবং ছবিটি পরিচালনা করেছেন এস এস রাজমৌলি।

আরকে/ এএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh