Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

ঈদের আগের দিন আরটিভিতে যা দেখবেন

ঈদের আগের দিন আরটিভিতে যা দেখবেন
ছবি: আরটিভি

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী বুধবার (২১ জুলাই) দেশব্যাপী উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে ঈদের আগের দিন মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে আরটিভি। প্রতিবছর আরটিভি দর্শকদের চাহিদা অনুযায়ী বিনোদনের পসরা সাজায়। এবারও তার ব্যতিক্রম নয়।

মঙ্গলবার (২০ জুলাই) দিন ও রাত ব্যাপী আরটিভিতে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে-

সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেম সংঘাত’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর প্রমুখ।

দুপুর ১২টায় মধ্যাহ্নের বুলেটিন

দুপুর ১টা ৪৫মিনিটে দুপুরের সংবাদ

২টা ১০টা মিনিটে নির্বাচিত নাটক

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিশেষ নাটক ‘চিলেকোঠার ভালোবাসা’; রচনা: আফরীন জামান লীনা; পরিচালনা: রাকেশ বসু; অভিনয়ে: ঋষি কৌশিক, সাফা কবির প্রমুখ।

রাত ৮টায় বিশেষ নাটক ‘প্রতিবেশী একটু বেশী’; রচনা ও পরিচালনা: জুয়েল আজাদ; অভিনয়ে: সজল, মৌসুমী মৌ প্রমুখ।

রাত ৯টায় ধারাবাহিক নাটক: ‘শান্তি মলম ১০ টাকা’

রাত ৯টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘শনির দশা’; রচনা ও পরিচালনা: মহিদুল মহিম; অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ

রাত ১১টা ২০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান- ক্লাব এশিয়া; শিল্পী-পরশিয়া সেন।

জেএইচ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS