Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

বিগ বসের প্রেম থেকে বিয়ে, ভাইরাল দিশা-রাহুলের ভিডিও

রাহুল বৈদ্য ও দিশা পরমার

গায়ক রাহুল বৈদ্য বিগ বসের ঘরে বসেই প্রেমে পড়েছিলেন দিশার। সেখান থেকেই ঘর-সংসার করার স্বপ্ন দেখেছিলেন দিশা পরমার। আর এবার সত্যি হলো সেই স্বপ্ন। সাতপাঁকে বাঁধা পড়েছেন দুজন। সোনালি জোরির সাদা শেরওয়ানিতে রাজকুমারের সাজে ছিলেন রাহুল আর লাল ঝলমলে ঘাগরায় রাজরানির সাজে ছিলেন দিশা।

রাহুল-দিশার দুজনের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটাগরিকরা প্রশংসা করতে থাকেন। তবে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, দিশার বধূ সাজে রাহুলের উচ্ছ্বাস। মালাবদলের পর শুভদৃষ্টিতে রাহুল বৈদ্য যেন নতুন করে প্রেমে পড়েন দিশার।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, পাশে বউকে নিয়ে বিয়ের পোশাকেই মঞ্চে উঠে গণেশ বন্দনা করেন রাহুল। মাঝে বাইরে গিয়ে ক্যামেরার ফ্রেমেও বন্দী হলেন। তবে ফটোশুটের ফাঁকেই তারা জানিয়েছেন, আপাতত হানিমুন নয়। একটু রিল্যাক্স করে দুজনে দিনগুলো কাটাতে চান তারা।

বিগ বসের বাড়ি দুজনের প্রেম দেখে সকলেই মনে করেছিলেন এ প্রেম শুধুই টিআরপি’র জন্য। কিন্তু বাস্তবিকে তাদের প্রেম সেটের বাইরেও ছিল, যার প্রমাণ দুজনের সাতপাঁকে বাঁধা পড়া। তবে এর দশ দিন আগে বিয়ের চূড়ান্ত তারিখ ঠিক করেছিলেন দিশা-রাহুল। সূত্র : সংবাদ প্রতিদিন

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS