Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২১, ১২:৪৯

সোনুকে মার খেতে দেখে টিভি ভাঙলেন খুদে ভক্ত!

সোনুকে মার খেতে দেখে টিভি ভাঙলেন খুদে ভক্ত!
সোনু সুদ

করোনা মহামারিতে বাস্তবের হিরো হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তবে পর্দায় তাকে খল চরিত্রেই দেখা যায়। নায়কের হাতে মার খাওয়া খল অভিনেতাদের নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু পর্দায় তার মার খাওয়া মেনে নিতে পারেনি ৭ বছরের এক ক্ষুদে ভক্ত। রাগে টিভি ভেঙে ফেলেছে ছেলেটি।

তার মতে, যে মানুষটি এতো ভালো কাজ করেন তাকে কেন পিটুনি খেতে হবে!

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। ক্ষুদে ভক্তের এমন কাণ্ডের কথা শুনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু সুদ। টুইটারে তিনি লিখেছেন, ‘আরে টিভি ভেঙে ফেলো না! তার বাবা এখন আমার কাছে নতুন একটি কিনে চাইবে।’

এনএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS