• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১শ’র বেশি প্লাস্টিক সার্জারি, অতঃপর মডেলের মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০১৭, ১৪:৪১

ক্রিস্টিয়ানা মার্তেলি। হিউম্যান ব্লোআপ ডল নামেই পরিচিত এ মডেল। ১শ’র বেশিবার প্লাস্টিক সার্জারি ফলে চূড়ান্তভাবে নিজেকে অস্বাভাবিক করে তোলেন এ ফরাসি ও ইতালীয় বংশোদ্ভূত মডেল।

অবশেষে ধকল সইতে না পেরে প্রাণ হারালেন তিনি। মার্তেলি ইনস্টাগ্রামে নিজের অসংখ্য ছবি নিয়মিত পোস্ট করতেন।

মারা যাবার আগে তিনি বলেন, ১৭ বছর বয়স থেকে শরীরে ১শ’ বারেরও বেশি সার্জারি করিয়েছেন।

তিনি জানিয়েছিলেন, সার্জারি তার প্যাশন। কারণ খুব স্পষ্ট, নিজের শরীরকে অন্য মাত্রায় নিয়ে যেতে চেয়েছিলেন তিনি।

অল্পদিনের ক্যারিয়ারে নাক, মুখ, বক্ষ, নিতম্বে মার্তেলি একের পর এক অস্ত্রোপচার করান।

সবশেষ তিনি নিতম্ব বাড়ানোর জন্য অপারেশন টেবিলে উঠেছিলেন। এতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

সূত্র- এবিপি

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh