• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গানে গানে হোক না বৃষ্টি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০১৭, ১৩:২৮

আদিকাল থেকেই বৃষ্টির সঙ্গে মানুষের এক অন্যরকম দুর্বলতা। বৃষ্টি মানেই অসুন্দরকে ধুয়ে মুছে সেখানে নতুন প্রাণের আবেশ। বর্ষা নিয়ে কত গল্প, ছড়া, কবিতা, গান আছে। বৃষ্টি হুটহাট ভিজিয়ে দিয়ে যাচ্ছে যখন তখন। আপনি বাসায় থাকুন কিংবা কর্মস্থলে বৃষ্টির হাতছানি উপেক্ষা করবে সাধ্য কার! নিশ্চয়ই ভেতরে জেগে ওঠে বৃষ্টিভেজার আকুতি। কিন্তু সেটা কি আর সম্ভব হয়! তার চেয়ে আসুন শুনতে থাকি সেরা কিছু বৃষ্টির গান। গানে গানেই ভিজে যাক মন।

# বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে, আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়। গীতিকার হুমায়ূন আহমেদ, শিল্পী সাবিনা ইয়াসমিন, ছবি- দুই দুয়ারী।

# ঝুম ঝুম ঝুম বৃষ্টি, কি অনাসৃষ্টি, ভিজে হাওয়া লাগে প্রাণে, আনচান এ অন্তর, ঝড় ঝড় ঝড় ঝড় ঝড়ে প্লাবনে। 'জাগো' ছবিতে গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও কণা।

# যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়, এসো ঝরঝর বৃষ্টিতে, জলভরা দৃষ্টিতে, এসো কমল শ্যামল ছায়া। গীতিকার হুমায়ূন আহমেদ, সুরকার এস.এম টুটুল এবং শিল্পী মেহের আফরোজ শাওন।

# বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ। ব্যান্ড সোলস।

# আজ এই বৃষ্টির কান্না শুনে, মনে পড়লো তোমায়। শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

# এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব, ওগো তোমার নিমন্ত্রণ। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

# এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে। ব্যান্ড আর্টসেল।

# বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। শিল্পী হাবিব ওয়াহিদ।

# পাগলা হাওয়ার বাদল দিনে। রবীন্দ্রনাথ ঠাকুর।

# আমার সারাটা দিন মেঘলা আকাশ। শিল্পী শ্রীকান্ত আচার্য।

# আষাঢ় শ্রাবণ মানে নাতো মন - লতা মুঙ্গেশকার।

# ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। শিল্পী হৈমন্তী।

# অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে। শিল্পী রুনা লায়লা।

# বৃষ্টি পড়ে টাপুর টুপুর। শিল্পী সেলিম চৌধুরী।

# বৃষ্টি ঝড়ে যায়, দু'চোখে গোপনে। শিল্পী তৌসিফ।

# এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা। শিল্পী রুনা লায়লা।


এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh