• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাত বাড়ালেন অজয় দেবগণ

বিনোদন ডেস্ক

  ১৩ জুন ২০২১, ১৫:২০
অজয় দেবগণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু সময় থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ।

মুম্বাইতে টিকাদান শিবির আয়োজন করেছিলেন তিনি। গেলো শুক্রবার বিনোদন জগৎ এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করে দেন অজয় দেবগণ।

আগেও বহুবার মানুষের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা। বৃহন্মুম্বই কর্পোরেশন এবং হিন্দুজা হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে করোনা আক্রান্তদের জন্য আপদকালীন চিকিৎসা এবং আইসিইউ পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা করেছিলেন তিনি।

এদিকে ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৩১০ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫ জন। রোববার (১৩ জুন) ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারে আরও জানানো হয়েছে, করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭০ হাজার ৪০৭ জন।

দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি
X
Fresh