• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নুসরাতের ওপরে রাজনৈতিক চাপ আসতে পারে

বিনোদন ডেস্ক

  ১০ জুন ২০২১, ১৪:১০
নুসরাত জাহান

সংসদে মিথ্যা বলায় বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের ওপরে রাজনৈতিক চাপ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোকসভায় শপথ নেয়ার সময় তিনি বলেছিলেন, ‘আমি নুসরাত জাহান রুহি জৈন।’ লোকসভার ওয়েবসাইটে যে তার স্বামীর নাম নিখিল জৈন লেখা রয়েছে তা বুধবার প্রকাশ্যে আসে।

এবার শপথ গ্রহণের ভিডিও নিয়ে আসরে বিজেপি। দলের আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য বৃহস্পতিবার (১০ জুন) সেই ভিডিও-সহ একটি টুইটে বলেছেন, ‘তৃণমূল সাংসদ নুসরাত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ-ইন করছেন সেটা নিয়ে কারও কিছু বলার নেই। কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ড অনুযায়ী তিনি নিখিল জৈনকে বিবাহ করেছেন। তবে কী তিনি সংসদে অসত্য ভাষণ দিয়েছিলেন?’

গতকাল বুধবার দুপুরে এক বিবৃতিতে নুসরাত জানান, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

এদিকে লোকসভার ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ থেকে জয়ী তৃণমূল সাংসদদের যে তালিকা সেখানে নুসরাতের নামে ক্লিক করলেই দেখা যাচ্ছে যাবতীয় তথ্য। সেখানে স্পষ্ট লেখা নুসরাত বিবাহিত। তিনি বিয়ে করেছেন ২০১৯ সালের ১৯ জুন। স্বামীর নাম নিখিল জৈন।

এমন অবস্থায় নুসরাতের বিরুদ্ধেও কী পদক্ষেপ নিতে যাচ্ছে বিজেপি জবাবে অমিত বলেন, ‘এই মুহূর্তে সংসদ বন্ধ রয়েছে। সংসদ চালু হলে আমরা কী করব সেটা জানাবো।’

আনন্দবাজার পত্রিকা থেকে পরিমার্জিত।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের টিকিট না পেয়ে মুখ খুললেন নুসরাত
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়িতে পাথর নিক্ষেপ 
X
Fresh