Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৮ আষাঢ় ১৪২৮

‘বিয়ে নয়, লিভ-ইনে ছিলাম’ কথায় নুসরাতকে যে জবাব দিলেন নিখিল

ছবিতে নুসরাত-নিখিল।

টালিউডের আলোচিত ইস্যু নায়িকা নুসরাত জাহান ও নিখিল জৈনের আলাদা হওয়ার খবর। এদিকে নুসরাত জানিয়েছেন, নিখিলের সঙ্গে তার আইনত বিয়েই হয়নি। তিনি এবং নিখিল সহবাস করতেন।

বিষয়টি নিয়ে নিখিলও মুখ খুলেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ও যা যা বলেছে তা নিয়ে আগেও আমি কোনও মন্তব্য করিনি, এখনও করব না। গোটা বিষয়টি আদালতের আওতায়। সেখানেই যা বলার বলবো।

নুসরাতের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ার পর পরই মাস খানেক আগে আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল। জানা গেছে, মামলাটির শুনানি জুলাই মাসে।

নুসরাত বিবৃতিতে আরও জানান, তার এবং নিখিলের তুরস্কে বিয়ে হয়েছিল। সে দেশের নিয়ম মেনে। যা ভারতীয় আইনের স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় পড়ে না। আদালতের বিচারে নাকি এটা বিয়ে নয়। বরং সম্পর্ক, লিভ ইন সম্পর্ক।

ফলে দাম্পত্য বিচ্ছেদের প্রশ্ন ওঠে না দাবি নুসরাতের। তিনি জানান, অনেকদিন আগে আমরা আলাদা হয়েছি। আমি এটা নিয়ে কথা বলিনি। কারণ ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চেয়েছি। সুতরাং আমার কোনও কাজ সেপারেশনের নিরিখে প্রশ্ন করা উচিত নয়। আইনের চোখে আমাদের বিয়েই হয়নি।

এদিকে পুরো বিবৃতিতে কোথাও নিখিলের নাম উল্লেখ করেননি তিনি। ভাববাচ্যে লেখা পুরো বিবৃতি।

এম

RTV Drama
RTVPLUS