Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৯ জুন ২০২১, ৫ আষাঢ় ১৪২৮

বিনোদন ডেস্ক

  ০৩ জুন ২০২১, ১৯:৩৯
আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:৪২

যৌ'ন স্বাস্থ্য নিয়ে যা বললেন বলিউড অভিনেতা

বিদ্যুৎ জামওয়াল

বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল। সম্প্রতি গুগলে বিশ্বসেরা মার্শাল আর্টিস্টদের তালিকায় স্থান করে নিয়ে আলোচনায় এসেছেন তিনি।

তিনি সামাজিক ট্যাবু ভেঙে এমন কিছু ব্যায়াম দেখালেন যা পুরুষদের ব্যক্তিগত সমস্যা থেকে সমাধান দিতে পারে।

‘কমান্ডো’ চলচ্চিত্র খ্যাত বিদ্যুৎ জামওয়ালের ভাষ্য, যৌন স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার প্রধান অংশ এবং এটি নিয়ে খোলামেলাভাবে কথা বলা উচিত। তেলেগু ভাষার ‘শক্তি’ ছবির মাধ্যমে ২০১১ সালে রুপালি জগতে পা রাখেন বিদ্যুৎ। একই বছর বলিউডের ‘ফোর্স’ ছবিতে অভিনয় করেন। ‘কমান্ডো’ ছাড়াও ‘জঙ্গলি’, ‘খুদা হাফিজ’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিদ্যুৎ জামওয়াল মার্শাল আর্টে প্রশিক্ষিত। তিন বছর বয়স থেকে রপ্ত করেছেন কালারিপায়াত্তু-র সব শিক্ষা। এবার যৌন স্বাস্থ্যের বিষয়ে ইনস্টাগ্রামে খোলামেলা মন্তব্য করলেন তিনি।

তিনি দাবি করেছেন, তার দেখানো কালারিসূত্রের ১৯টা ব্যায়াম করলে পুরুষাঙ্গ শিথিলতার ক্ষেত্রে সুরাহা মিলতে পারে পুরুষদের।

ইনস্টাগ্রাম পোস্টের বিবৃতিতে দাবি করেছেন, এখনই সময় সাহসের সঙ্গে যৌন স্বাস্থ্য এবং পুরুষাঙ্গ শিথিলতা সম্পর্কে আলোচনা করার। ১০ জন পুরুষের মধ্যে একজন লিঙ্গ শৈথিল্যতার সমস্যায় ভোগেন। কালারিসূত্র ১৯ সেটের ব্যায়াম যেটা নিয়মিত প্রতিদিন অনুশীলন করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়়বে এবং পেলভিক অঞ্চলে যৌন শক্তি ফিরে আসবে'।

বিদ্যুৎ জামওয়াল মতে, যৌনস্বাস্থ্য সামগ্রিক সুস্থতার প্রধান অংশ এবং এটা নিয়ে আরো খোলামেলাভাবে কথা বলা প্রয়োজন।

এদিন যৌন স্বাস্থ্য সম্পর্কে বার্তা দেয়ার পাশাপাশি ইনস্টাগ্রাম ভিডিওতে ব্যায়ামের ঝলক তুলে ধরেছেন অভিনেতা।

এম

RTV Drama
RTVPLUS