Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুন ২০২১, ১৪:০৮
আপডেট : ০২ জুন ২০২১, ১৪:৫৮

দিল্লিতে বিক্রি হচ্ছে সানি লিওন চাপ, বাদ পড়েনি মিয়া খলিফাও!

দিল্লিতে বিক্রি হচ্ছে সানি লিওন চাপ, বাদ পড়েনি মিয়া খলিফা চাপ!
ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যা অগণিত। এবার এই অভিনেত্রীর নামে দিল্লির পথে বিভিন্ন চাপ বিক্রি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমের বদৌলতে সানির কানেও পৌঁছে গেছে খবরটি। অভিনেত্রীও তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করেছেন।

সানি লিওনের স্টোরিতে দিল্লির গীতা কলোনির ‘সিংস মালাই চাপওয়ালে’ নামে এক রেস্তোরাঁর ছবি দেখা যাচ্ছে। জিভে পানি আনা হরেক রকম চাপের নামকরণ করা হয়েছে সানির নামে। একটি পদের নাম হলো ‘সানি লিওন চাপ।’ সানির জনপ্রিয় গান ‘বেবি ডল’ এর নামানুসারে একটি চাপের নাম রাখা হয়েছে ‘বেবি ডল চাপ।’ মজার ব্যাপার হলো, ‘মিয়া খালিফা চাপ’ও আছে তাদের। সানি রেস্তোরাঁর ছবিটি শেয়ার করে লিখেছেন ‘এলওএল।’

তবে এমন ঘটনা সানি লিওনের জীবনে প্রথম নয়। এর আগে দিল্লিরই এক রেস্তোরাঁয় সানির নামে মাংসের কাবাবের নাম রাখা হয়েছিল। আর এটি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর নামে নানা রকম মিম বানানো শুরু হয়ে যায়।

এনএস/পি

RTV Drama
RTVPLUS