• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জানাজার পর শহিদ মিনারে গার্ড অব অনার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ২২:৩৬

প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক, গায়ক, মুক্তিযোদ্ধা লাকী আখন্দের প্রথম জানাজা শনিবার সকাল ১০টায় পুরান ঢাকার আরমানিটোলা মাঠে অনুষ্ঠিত হবে। পরে ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গার্ড অব অনার দেয়া হবে। এরপর সেখানেই রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

শুক্রবার শারীরিক অবস্থার অবনতি দেখে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১ বছর। পরে তার মরদেহ শাহবাগের বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

লাকী আখন্দের পরিবারের পক্ষ থেকে ডা. রুবায়েত রহমান বলেন, রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শনিবার সকাল ১০টার দিকে আরমানিটোলা মাঠে প্রথম জানাজার জন্য নেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে লাকী আখন্দের ছেলে দীপ তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সবার কাছে।