logo
  • ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭

সপরিবারে ঢাকায় নাসিরুদ্দিন শাহ

উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ ঢাকার মঞ্চে অভিনয় করবেন। এ জন্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ভারতের মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি।

ব্লুজ কমিউনিকেশনসের আমন্ত্রণে তিনি ঢাকায় এসেছেন।

২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘ইসমত আপাকে নাম’। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে পারফরম করবেন নাসিরুদ্দিন শাহ ও স্ত্রী রত্না পাঠক শাহ এবং মেয়ে হিবা শাহসহ তার দল মোটলি। 

সিটি ব্যাংক নিবেদিত নাটকটিতে নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন শাহসহ। 

এ প্রদর্শনীর আয়োজক ব্লুজ কমিউনিকেশনস জানিয়েছে, এক সপ্তাহ আগেই নাটকের টিকিট বিক্রী হয়ে গেছে। সে কারণে প্রচারণা চালানো হচ্ছে না।  

এইচএম / এমকে

RTV Drama
RTVPLUS