• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদের দিন আরটিভিতে যা থাকছে

বিনোদন ডেস্ক

  ১৩ মে ২০২১, ২১:২৯

রাত পোহালেই ঈদ উল ফিতর। ঈদে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বর্ণাঢ্য আয়োজন করেছে। এই ঈদেও দর্শকরা নাটক, সিনেমাসহ নানা রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে। চলুন পাঠক এক নজরে দেখে নেয়া যাক ঈদের দিন কী আয়োজন থাকছে আরটিভিতে।

সকাল ১০টা ১০ মিনিট : বাংলা ছায়াছবি ‘বসগিরি’। অভিনয়ে শাকিব খান, বুবলী।

দুপুর ২টা ১০ মিনিটে : বাংলা ছায়াছবি ‘রাজা ৪২০’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

বিকেল ৫ টা ৩০ মিনিটে : বাংলা সিনেমার জনপ্রিয় জুটির গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘‘ও আমার বন্ধু গো’’। শিল্পী: সুজন আরিফ ও নদী। প্রযোজক: শিবলী জিয়া।

সন্ধ্যা ৬ টায় : গেম শো- দি বক্স

রাত ৭ টা ৩০ মিনিটে: একক নাটক ‘উই আর ওয়েটার’। রচনা ও পরিচলনায় জুলফিকার ইসলাম শিশির। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এস এম জনি প্রমুখ।

রাত ৮ টা ৩০মিনিটে : একক নাটক ‘দি ব্রেকআপ লিস্ট আফটার দ্য ওয়েডিং’। রচনা ও পরিচালনায় রূপক বিন রউফ। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ

রাত ৯ টা ৩০ মিনিটে : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তালমিছরি না হাওয়াই মিঠাই - ২; পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, রিমু রোজা খন্দকার প্রমুখ।

রাত ১০ টায় : একক নাটক ‘ক্রেডিট শো’। রচনা ও পরিচালনায় মহিদুল মহিম; অভিনয়ে: তাহসান খান, মেহজাবীন চৌধুরী প্রমুখ।

রাত ১১ টা ৫ মিনিটে : একক নাটক ‘স্পর্শে’। রচনায় তালুকদার ইকরাম। পরিচালনায় ইকরাম তালুকদার। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, শামীম হাসান সরকার, মনিরা মিঠু প্রমুখ।

রাত ১২ টায়: নিউজ টপটেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
১৯ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh