• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রধানমন্ত্রী মোদিকে যে আবেদন জানালেন মিরাক্কেলের মীর

বিনোদন ডেস্ক

  ১৩ মে ২০২১, ২১:১৭
মীর আফসার আলী।

ভারতে বৃহস্পতিবার আবারও করোনা সংক্রমণের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষ আবেদন জানালেন রিয়েলিটি শো মিরাক্কেল খ্যাত উপস্থাপক মীর আফসার আলী।

তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার বিনীত অনুরোধ ‘জব জিন্দা থে পুছা নেহি, জো মর গ্যায়ে আয়ে হ্যায় সোগ মানানে…’ স্যার, মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না। দয়া করে তারা বেঁচে থাকতে কিছু একটা করুন।”

ভারতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জন ছাড়িয়েছে। তবে করোনা কারণে যত মানুষের মৃত্যু হচ্ছে, তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে উপযুক্ত সময়ে চিকিৎসার অভাবে। এমনই অভিযোগ তুলেছেন অনেকে। এছাড়া দেশটির বহু জায়গায় বেড, অক্সিজেনের অভাব রয়েছে।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকছেন স্বস্তিকা মুখার্জি
X
Fresh