• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মানসিকভাবে বিধ্বস্ত ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

  ১২ মে ২০২১, ২০:২২
ঋতুপর্ণা সেনগুপ্ত

টালিডের অল টাইম হিট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজ করছেন বলিউডেও। বাংলাদেশের চলচ্চিত্রেও একটা সময় নিয়মিত দেখা গেছে এই সুন্দরীকে।

সেই ঋতুপর্ণার মন ভালো নেই। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। মূলত করোনার ভয়াভহতায় আতঙ্কিত ঋতুপর্ণা। দেশে প্রতিদিন লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। হাসপাতালে বেড নেই।

ভারতে অক্সিজেনের জন্য হাহাকাররের পাশাপাশি চিতা জ্বলছে। অকালে ঝড়ে যাচ্ছে অসংখ্য প্রাণ।

সোশ্যাল মিডিয়ায় মেয়েকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা সব সময়ই খুব সুন্দর। কিন্তু আজকের দিনে সব কিছু কেমন যেন অর্থহীন হয়ে পড়েছে। জন্মদিনে কাউকে শুভেচ্ছা জানাবার মতো অবস্থায় নেই, তবু যারা আমার খুব কাছের, আমার প্রিয়জন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। চারপাশের এত মৃত্যুর খবর খুব কষ্টদায়ক। আশা করছি সবাইকে সুস্থ এবং খুশি দেখতে পাব। প্রার্থনা করছি খুব শীঘ্রই যেন আমরা করোনা-মুক্ত হতে পারি। শুভ জন্মদিন ঋষণা।”

ঋতুপর্ণা এই মুহূর্তে সিঙ্গাপুরে তার স্বামীর কাছে পরিবারের সঙ্গেই আছেন। কয়েকদিন আগে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সিঙ্গাপুরেই আইসোলেশনে ছিলেন। এখন অবশ্য তিনি করোনা-মুক্ত। সুস্থ এবং ভালো আছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
X
Fresh