• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চঞ্চল চৌধুরীর মায়ের ‘ধর্ম নিয়ে রুচিহীন প্রশ্ন' এবং আমাদের সামাজিক মনস্তত্ত্ব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ২২:৩৪
চঞ্চল চৌধুরীর মায়ের ‘ধর্ম নিয়ে রুচিহীন প্রশ্ন' এবং আমাদের সামাজিক মনস্তত্ত্ব
মায়ের সঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী

গেলো ৯ মে বিশ্বজুড়ে পালিত হয়েছে মা দিবস। বিশেষ এই দিবসটিতে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আফসোস, ছবিটি শেয়ার করে রীতিমতো ট্রোলের শিকার হয়েছেন তিনি।

ছবিটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বানিয়েছেন অভিনেতা। ছবির ক্যাপশনে ছোট করে লিখেছেন- ‘মা’, সঙ্গে একটি ভালোবাসার ইমোজি।

প্রিয় অভিনেতার এই মনোরম ছবিতে উজাড় করে ভালোবাসা জানিয়েছেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মন্তব্য করেছে নেটাগরিকরা। যাদের বেশির ভাগই চঞ্চল ও তার মাকে ভালোবাসা, শ্রদ্ধা ও শুভ কামনা জানিয়েছেন। চঞ্চলের মতো গুণী অভিনেতার জন্মদাত্রীকে অনেকে ‘রত্নগর্ভা মা’ বলেও সম্মান জানিয়েছেন।

তবে কিছু দুষ্টু মানুষ তো সব জায়গাতেই থাকে। তাদেরই কেউ কেউ প্রশ্ন তুলেন যে, চঞ্চল চৌধুরী হিন্দু কিনা? চঞ্চল চৌধুরীর ধর্ম বিশ্বাস নিয়ে পোস্টে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন তারা। অভিনেতার মায়ের সিঁথিতে সিঁদুর দেখে এমন প্রশ্ন তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। ধর্ম নিয়ে এমন প্রশ্ন উঠতেই অস্বস্তি প্রকাশ করেছেন এই অভিনেতা।

‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকারীদের উদ্দেশ্যে এক কমেন্টে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভ্রাতা ও ভগ্নিগন, আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’। ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক। আসুন, সবাই মানুষ হই।’

চঞ্চল চৌধুরীর এই কমেন্টেও ৩১ হাজার রিয়েক্ট পড়েছে। হাজার হাজার অনুসারী তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। সবাই বুঝিয়ে দিলেন, মা তো মা-ই। মানুষকে মানুষ হিসেবেই সবার মূল্যায়ন করা উচিত, ধর্ম দিয়ে নয়। অনেকেই মন্তব্যে লিখেছেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

এ ধরনের সাইবার হয়রানির প্রতিবাদে আজ সোমবার (১০ মে) নিজের ফেসবুক পেজে ‘ধর্ম’ শিরোনামে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী। কবিতার ছন্দে ছন্দে মানবতার মন্ত্র তুলে ধরে 'আয়নাবাজি' খ্যাত এই অভিনেতা বলেছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মানুষ নিয়ে নয়/ এমনি করে সভ্যতা শেষ, হচ্ছো তুমি ক্ষয়/ধর্ম রক্ষের ঝাণ্ডা তোমায় কে দিয়েছে ভাই/ধর্ম নিয়ে ব্যবসা করো, জ্ঞান কী তোমার নাই?/ সব ধর্মই এক কথা কয়, মানুষ সেবা করো/ধর্মের নামে ব্যবসা করে ভাবছো তুমি বড়…।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
বাগেরহাটে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
জন্মদিনে ছেলেকে মাহির কোটি টাকার গাড়ি উপহার
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
X
Fresh