• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মাত্র সাড়ে তিন বছর বয়সেই মা-বাবার ডিভোর্স দেখতে হয়েছিল শিশু শহীদকে

বিনোদন ডেস্ক

  ০৯ মে ২০২১, ১১:২০
ছবিতে মা-বাবার সঙ্গে শহীদ।

সন্তানের জীবনে মা-বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অথচ শিশু বয়সেই জনপ্রিয় নায়ক শহীদ কাপুরকে মা-বাবার ডিভোর্স দেখতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী পঙ্কজ কাপুরের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে শহীদের ছোটবেলা নিয়ে মুখ খুললেন মা নীলিমা আজম।

সম্প্রতি, প্রথম স্বামী পঙ্কজ কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনার ব্যাপারে মুখ খুললেন নীলিমা আজম। জানালেন,সেই সময় তাদের সন্তান শহীদের বয়স ছিল মাত্র সাড়ে তিন! এই ঘটনা প্রসঙ্গে নীলিমা জানিয়েছেন যদিও তাদের বিচ্ছেদের ঘটনা শহীদের ওপর সেই সময়ে বিরাট কোনও প্রভাব ফেলেনি কারণ জন্মের পর থেকে বেশিরভাগ সময়টাই দিল্লিতে নিজের মামার বাড়িতেই থেকে এসেছে ছোট্ট শহীদ।

বলিউডে নিজের ক্যারিয়ার পাকা করার জন্য শহীদের জন্মের আগে থেকেই মুম্বাই থাকা শুরু করেছিলেন পঙ্কজ। এ প্রসঙ্গে নীলিমা বলেন, শহীদের জন্মের বেশ কয়েক মাস আগে থেকেই মুম্বাইয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করেছিলেন পঙ্কজ। সেইসময়ে বলিউডে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। তাই অন্য কোনও উপায় না থাকায় দিল্লিতেই আমার মায়ের পরিবারের সঙ্গে থাকা শুরু করেছিলাম আমি। শহীদের জন্মও তাই দিল্লিতেই। আমার দৃঢ় বিশ্বাস ছিল পঙ্কজের মধ্যে একটি ভালো অভিনেতা হওয়ার সবরকম মশলা রয়েছে। তাই যতটা সম্ভব তাকে সমর্থন জুগিয়েছি। তাই আমার গর্ভধারণ অবস্থা থেকে শহীদের জন্ম হওয়া পর্যন্ত পুরো ব্যাপারটি সযত্নে দেখভালের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছিল আমার পরিবার।

নীলিমা আরও জানান, শহীদ যেহেতু বরাবরই তার মামার বাড়িতে জন্ম থেকেই ছিল তাই খুব একটা অসুবিধে তার হয়নি। কারণ সেটাই ছিল তার বেড়ে ওঠার জায়গা,তার চেনা জায়গা, তার ঘর। পাশাপাশি যথেষ্ট ছোটও ছিল সে তখন। তবে আলাদা থাকা আর বাবা-মায়ের বিচ্ছেদ এই দুইয়ের মধ্যে তফাৎ তো রয়েছে।

কবির সিং এর মধ্যে দিয়ে বলিউড মাতানো শহীদের হাতে এখন 'জার্সি' ছবিটির কাজ রয়েছে। এ স্পোর্টস ড্রামায় শহীদের সঙ্গে পর্দায় হাজির হবেন পঙ্কজ কাপুরও। এর আগেও বাবা-ছেলে জুটিকে দেখা যায় 'শানদার' ছবিতে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী কারাগারে 
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
X
Fresh