• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়া মাতালো ‘সোলস’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ এপ্রিল ২০১৭, ১৭:৩০

জনপ্রিয় ব্যান্ডদল 'সোলস' দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও দর্শক মাতালো। বাংলা নববর্ষকে বরণ করে নিতে সুদূর অস্ট্রেলিয়ার দর্শকদের সুরের ঝংকারে বিমোহিত করেছে রক ঘরানার এ ব্যান্ডদলটি।

শনিবার অস্ট্রেলিয়ার নিকোলসের লিউমেহ লজে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করে 'সোলস'। ওল্ড রাজশাহী ক্যাডেটস' এসোসিয়েশন, অস্ট্রেলিয়া এ অনুষ্ঠানটির আয়োজন করে।

৩ দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন অংশগ্রহণ করে 'সোলস'। কনসার্টে সোলস তাদের জনপ্রিয় ২০টি গান পরিবেশন করে।

অস্ট্রেলিয়ায় 'সোলস' এর এটিই প্রথম দলীয় কনসার্ট। এর আগেও ব্যান্ডটির প্রধান ভোকাল পার্থ বড়ুয়া একাধিকবার অস্ট্রেলিয়ায় গান করেছেন।

পার্থ বড়ুয়া আরটিভি অনলাইনকে বলেন, দেশের বাইরে গিয়ে বাংলা গান করতে পারার মধ্যে অনেক ভালো লাগার একটা অনুভূতি কাজ করে। এর আগে আমি একা অস্ট্রেলিয়াতে গান করেছি।

তিনি আরো বলেন, এবার পুরো দল দিয়ে দর্শকদের গান শোনাতে পেরে আমি দারুণ আনন্দিত। আমরা সবাই বৈশাখের আনন্দ প্রবাসী দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি।

আসছে ২২ এপ্রিল দেশে ফিরবেন বলে জানিয়েছেন সোলসের প্রধান ভোকাল পার্থ বড়ুয়া।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh