• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আগামী পাঁচ বছর আমি আপনাদের হাত ধরার জন্য এসেছি: কাঞ্চন মল্লিক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২১, ১৬:৪১
আগামী পাঁচ বছর আমি আপনাদের হাত ধরার জন্য এসেছি: কাঞ্চন মল্লিক

রাজনীতির মাঠে নেমে প্রথমবারেই বাজিমাত করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। উত্তরপাড়ার তৃণমূলপ্রার্থী হয়ে বিজেপির প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি জননেতা হিসেবেও সফল হতে চান তিনি। বৃহস্পতিবার (৬ মে) বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন কাঞ্চন।

এদিন ছিল অভিনেতার ৫১তম জন্মদিন। নিজের জীবনের বিশেষ দিনটিতে নতুন পরিচয়ে শপথ নিয়ে স্বাভাবিকভাবেই খোশ মেজাজে ছিলেন। শপথ গ্রহণ শেষে বিধানসভা ভবন ঘুরে দেখতে বেরিয়ে ঘটে বিপত্তি। যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে সেলফি তোলার হিড়িক। শেষ পর্যন্ত কাঞ্চন বলেই ফেলেছেন, ‘আমার বিয়েতেও এত ছবি তুলিনি’।

বিধায়ক হিসেবে পুরো অঞ্চলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এই অভিনেতা বলেন, ‘এত মানুষের ভালোমন্দের ভার এখন আমার কাঁধে। করোনা পরিস্থিতি সামাল দেয়া হবে আমার প্রথম কাজ। আগে মানুষগুলোকে বাঁচাতে হবে, সংক্রমণ আটকাতে হবে। নিজের এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর গভীর রাতে ফেসবুকে একটি পোস্ট করেছেন কাঞ্চন মল্লিক। তিনি লিখেছেন, 'আজ ৬মে আমার জীবনের এক বিশেষ দিন। একইসঙ্গে আমার জন্মদিনের দিনেই, আমার শপথ গ্রহণ।’ উত্তরপাড়াকে নিজের পরিবার উল্লেখ করে কাঞ্চন বলেন, 'আগামী পাঁচ বছর আমি আপনাদের হাত শক্ত করে ধরার জন্য এসেছি। যে কোনো সমস্যায় আপনারা আমায় পাশে পাবেন। আপনারা আমায় আশীর্বাদ করুন। আমার এক নতুন জীবনের শুরু হলো। আমার নতুন এই জীবনে আপনারা আমার পাশে থাকুন।’

নির্বাচনে জিতে কাঞ্চন মল্লিক বলেছেন, ‘আমি সুখের সময়ে এসে দাঁড়াইনি, আমি লড়াইয়ের সময়ে এসে দাঁড়িয়েছি। কাজেই আমাকে বহিরাগত বলে যাঁরা সন্দেহ প্রকাশ করছেন যে আমি এলাকার জন্য কী কাজ করতে পারব, তাঁদের উদ্দেশ্যে একটাই কথা বলবো- আমি বাইরে রোগা, ভিতরে দারোগা।’

তিনি আরও বলেছেন, ‘এতকাল আমাকে আপনারা শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন। প্রচুর ভালোওবেসেছেন আমায়। জানি, আগামী দিনেও একইভাবে ভালোবাসবেন। মা-মাটি-মানুষের হাত ধরে রাজনীতিতে পা রেখেছি।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিসেপশনে নিরাপত্তারক্ষী-সাংবাদিক-ড্রাইভার নিষিদ্ধ, ক্ষুব্ধ শ্রীলেখা
সাতপাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
কাঞ্চনের বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী পিংকি
অবশেষে ২৬ বছরের ছোট সেই শ্রীময়ীকেই বিয়ে করলেন কাঞ্চন মল্লিক
X
Fresh