• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কিমের বিরুদ্ধে চুরি যাওয়া রোমান ভাস্কর্য আমদানির অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ১৭:৪৪
কিমের বিরুদ্ধে চুরি যাওয়া রোমান ভাস্কর্য আমদানির অভিযোগ
কিম কার্দাশিয়ান

মার্কিন রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ানের বিরুদ্ধে চুরি যাওয়া রোমান ভাস্কর্য আমদানির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, প্রাচীন রোমান ভাস্কর্যটি ইতালি থেকে চুরি হয়েছিলো। কিম সেটি ক্যালিফোর্নিয়ায় আমদানি করেছেন। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন কিমের মুখপাত্র।

তিনি জানিয়েছেন, ‘আমরা মনে করছি এটা তার নাম ব্যবহার করে বেআইনিভাবে আমদানি করা হয়েছে। তিনি এরকম কিছু কেনেননি, এই বিষয়ে কিছু জানেনও না। আমরা চাই এই বিষয়ে তদন্ত করা হোক।’

এএফপির দেয়া তথ্যে জানা গেছে, আমদানিকারকের নাম-ঠিকানার স্থানে ‘কিম কার্দাশিয়ান ডিবিএ নোয়েল রবার্টস ট্রাস্ট ইন উডল্যান্ড হিলস, ক্যালিফোর্নিয়া’ লেখা ছিল। এর আগেও ‘দ্য নোয়েল রবার্টস ট্রাস্ট’ এর মাধ্যমে রিয়েল স্টেটের জন্য কেনাকাটা করেছেন কিম কার্দাশিয়ান ও তার সাবেক স্বামী কেনি ওয়েস্ট।

প্রসঙ্গত, ভাস্কর্যটি রোম সাম্রাজ্যের প্রাথমিক অথবা মধ্য পর্যায়ের বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালের মে মাসে ইতালি থেকে চুরি হওয়া ৫০০০ কেজি ওজনের এই ভাস্কর্যটি সাড়ে ৭৪ লক্ষ ডলারের বিনিময়ে ক্যালিফোর্নিয়ায় আমদানি করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
৫০৪তম ম্যাচে নারাইনের প্রথম সেঞ্চুরি
X
Fresh