• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এফডিসিতে ভোটের হাওয়া

এ এইচ মুরাদ

  ১৭ এপ্রিল ২০১৭, ১০:৫৭

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটের হাওয়া লেগেছে এফডিসিতে। রোববার সন্ধ্যায় সেখানে দেখা মিললো বেশ কজন চিত্রতারকার।

মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে সামনে আড্ডা দিচ্ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, নিরবসহ একজন সিনিয়র সাংবাদিক।

এগিয়ে যেতেই নির্বাচনে পাশ করলে শিল্পীদের জন্য নানান ভালো কাজের কথা জানালেন জায়েদ খান। তাদের প্যানেলের ঢাক-ঢল পিটিয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার কথাও খুব উৎসাহ নিয়ে বললেন।

খানিকবাদেই খয়েরি রঙের পাঞ্জাবি পরে হাজির মিশা সওদাগর। তারা একই প্যানেল এ নির্বাচন করছেন। জায়েদ ও নিরবকে ডেকে নিয়ে মিশা ছুটলেন এফডিসিতে উপস্থিত ভোটারদের কাছে।

ঘড়ির কাটায় রাত ৮টা চিত্রনায়ক সাইমন সাদিকও হাজির হলেন। মিশার সঙ্গে তাকে আলাদাভাবে কথা বলতে দেখা গেলো।

সিনিয়র অভিনেতা পারভেজ গাঙ্গুয়াকে বেশ সরব দেখা গেছে। তিনিও এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

আসছে ৫ মে এফডিসিতে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এবারের নির্বাচন বেশ জমজমাট হবে বলেই মনে করছেন শিল্পীরা।

নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে রয়েছে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।

রোববার সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই হবে সোমবার ও মঙ্গলবার।

আসছে ১৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ এপ্রিল চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবর।

কমিশনের সদস্য হিসেবে রয়েছেন আজমল হুদা মিন্টু ও পীরজাদা হারুন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh