• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাঞ্চন মল্লিক বাইরে রোগা হলেও ভিতরে দারোগা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ১৮:০২
কাঞ্চন মল্লিক বাইরে রোগা হলেও ভিতরে দারোগা

রাজনীতির মাঠে নেমে প্রথমবারেই বাজিমাত করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। উত্তরপাড়ার তৃণমূলপ্রার্থী হয়ে বিজেপির প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি জননেতা হিসেবেও সফল হতে চান তিনি।

কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি সুখের সময়ে এসে দাঁড়াইনি, আমি লড়াইয়ের সময়ে এসে দাঁড়িয়েছি। কাজেই আমাকে বহিরাগত বলে যাঁরা সন্দেহ প্রকাশ করছেন যে আমি এলাকার জন্য কী কাজ করতে পারব, তাঁদের উদ্দেশ্যে একটাই কথা বলবো- আমি বাইরে রোগা, ভিতরে দারোগা।’

তিনি আরও বলেন, ‘এতকাল আমাকে আপনারা শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন। প্রচুর ভালোওবেসেছেন আমায়। জানি, আগামী দিনেও একইভাবে ভালোবাসবেন। মা-মাটি-মানুষের হাত ধরে রাজনীতিতে পা রেখেছি।’

‘বহিরাগত’ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেছেন, সেদিন থেকেই প্রকাশ্যে হোক কিংবা কানাঘুষো, আমার নামের পাশে ‘বহিরাগত’ শব্দটা খুব বেশি করে শুনতে পাচ্ছি। বলার আগে একটু ভালো করে ভেবে দেখুন, এই এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি মূলত বাঁকুড়ার মানুষ। তাঁর নেতৃত্বে আজ হুগলি জেলা শান্তিতে ঘুমায়। উনি কি বহিরাগত? যাঁরা এখানকার স্থানীয় হয়েও রাজনৈতিক দল-বদলেছেন, সেসব সুখের পাখিরা উড়ে গিয়েছে।’

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিসেপশনে নিরাপত্তারক্ষী-সাংবাদিক-ড্রাইভার নিষিদ্ধ, ক্ষুব্ধ শ্রীলেখা
সাতপাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
কাঞ্চনের বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী পিংকি
অবশেষে ২৬ বছরের ছোট সেই শ্রীময়ীকেই বিয়ে করলেন কাঞ্চন মল্লিক
X
Fresh