• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি: কঙ্গনা

বিনোদন ডেস্ক

  ০২ মে ২০২১, ১৬:৫০
কঙ্গনা রানাউয়াত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসের পাল্লাই ভারী। স্পষ্ট তারা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বেশ শোরগোল করা হলেও ভোটের বাক্সে তার প্রভাব তেমন একটা দেখা যায়নি।

শেষ পর্যন্ত বিজেপির ভরাডুবির ইঙ্গিত স্পষ্ট। এমন পরিস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউয়াত।

এই বিতর্কিত অভিনেত্রী টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা ব্যানার্জীর সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করলেন তিনি। শুধু তাই নয় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।

কঙ্গনা লিখলেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা ব্যানার্জীর সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।” এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ (Elections 2021) হ্যাশট্যাগ দেন।

সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। শুধু তাই না দিল্লির কৃষক আন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নিয়েছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh