Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ০২ মে ২০২১, ১০:২৯
আপডেট : ০২ মে ২০২১, ১০:৫৬

দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ আলমগীর

নায়ক আলমগীর

ঢাকাই ছবির বর্ষীয়ান অভিনেতা আলমগীর করোনায় আক্রান্ত। জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে দ্বিতীয় টেস্ট রিপোর্টেও তার করোনা পজিটিভ এসেছে বলে জানান আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

নায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ১৮ এপ্রিল থেকে হাসাপাতালে ভর্তি আছেন। রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আঁখি আলমগীর বলেন, ‘তার (বাবার) শারীরিক অবস্থা উন্নতি হয়েছিল। তাই চিকিৎসকের পরামর্শ গেলো (২৮ এপ্রিল) সেকেন্ড টেস্টেও করানো হয়। সেখানেও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে বাবা শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন। বাবার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গেলো ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সপরিবারের করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। গেলো ১৮ এপ্রিল সপরিবারে নমুনা পরীক্ষায় আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসে৷

এম

RTV Drama
RTVPLUS