• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইফতারি-গরুর গোস্ত নয়, শিল্পীদের দরকার কাজ: বাপ্পারাজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৩:৫৭
ইফতারি-গরুর গোস্ত নয়, শিল্পীদের দরকার কাজ: বাপ্পারাজ
বাপ্পারাজ

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। অভিনয়ে তিনি এখন আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘পোড়ামন-২’ সিনেমায় দেখা গেছে।

বাপ্পারাজ বলেন, 'আব্বা মারা যাবার পর অনেক কিছু নতুন করে দেখা হয়েছে, শেখা হয়েছে৷ যাদেরকে আপন বা কাছের ভাবতাম দেখলাম যে আসলে ওসব ছিলো ব্যবসায়িক সম্পর্ক৷ কিছু সহকর্মীর সঙ্গে যোগাযোগ হয়৷ এছাড়া কারো সঙ্গেই যোগাযোগ করতে ইচ্ছে করে না৷ এফডিসিতেও যাই না৷ যদি তেমন কোনো কাজ পাই করবো, নইলে যেভাবে আছি সেভাবেই থাকবো৷'

সিনেমা ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তিনি বলেন, 'ইন্ডাস্ট্রি আর কি! আমাদের সব কিছুই সমিতি নির্ভর হয়ে গেছে। সমিতি সব কিছুর সিদ্ধান্ত নিবে। এটা ঠিক না। এসব করে সংগঠনগুলো আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ ফায়দা লুটে চলে গেছে। আমরা আমাদের জায়গাতেই পড়ে আছি।‘

এই অভিনেতা আরও বলেন, ‘চলচ্চিত্রের মূল সমস্যা হলো সবাই চেয়ার চায়৷ নেতা হতে চায়। এজন্য মারামারিও হয়। অযোগ্য লোকজন পজিশন নিয়ে বসে আছে, তাই এই দুরাবস্থা৷ চলচ্চিত্র নিয়ে মাথাব্যথা নেই। নেতা কয় বালতি সিন্নি বিতরণ করলো, গরু জবাই দিল কিনা, ইফতারি দিল কিনা এগুলোই হলো খবর৷ সিনেমার নিউজ বলতে এগুলোই দেখি৷ আমাদের ইফতারি দরকার নাই, কোরবানি ঈদে গরুর গোস্তের তো দরকার নাই। শিল্পীদের দরকার কাজ, সিনেমা। কাজ থাকলে সবাই গোস্ত, উৎসব সব আপনা থেকেই পেতো৷ একদিকে সবাই বেকার। অন্যদিকে দান-খয়রাতের মহাউৎসব চলছে৷ যতো না দান তারচেয়ে তিনগুণ চলছে প্রচার৷ সিনেমায় এমন দিন আসবে ভাবনাতেও ছিলো না৷’

আক্ষেপ প্রকাশ করে বাপ্পারাজ বলেন, ‘আব্বাদের সময় দেখতাম শিল্পীরা নিজেরা টাকা তুলে দান করতেন। সেসব কেউ জানতোও না, প্রচারও হতো না৷ এখন নিজেদেরকে এমন অবস্থায় নিয়ে গেছি যে সারা দেশের মানুষের কাছে আমরাই দুঃস্থ, আমাদেরকেই মানুষজন ডোনেট করছে। কষ্ট হয়৷'

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেমন নেতা-নেত্রী, তেমন কর্মীরাও : বাপ্পারাজ
পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না
অবশেষে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা
X
Fresh