Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮

নেহার সঙ্গে খারাপ ব্যবহার করলে রাতে ঘুমাতে পারতাম না: হিমাংশ

নেহার সঙ্গে খারাপ ব্যবহার করলে রাতে ঘুমাতে পারতাম না: হিমাংশ
ফাইল ছবি

ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার বছরজুড়েই খবরের শিরোনামে থাকেন। অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে তার প্রেমের খবর সকলের জানা। তবে সে পাঠ চুকিয়ে রোহনপ্রীতের সঙ্গে সুখে সংসার করছেন এই গায়িকা। এবার সাবেক প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহার সঙ্গে ব্রেকআপ হওয়া নিয়ে হিমাংশ বলেন, ‘এটা আমার ব্রেকআপ ছিল। কেন সবাইকে বলে বেড়াতে হবে আমার ঘরে কী হয়েছিল? কেন সবার কাছে এটা এত গুরুত্বপূর্ণ?'

তিনি আরও জানান, ‘নেহা নিজের জীবনে এগিয়ে গেছে। রোহনপ্রীতকে বিয়ে করে ও (নেহা) খুশি। ওর জন্য আমিও খুশি। আমিও নিজের স্বপ্নপূরণ করছি। ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমরা দু'জনই যদি দু'জনের মতো করে খুশি থাকতে পারি, তাহলে সবার এত মাথাব্যথা কেন?'

সম্পর্কের পুরনো স্মৃতি মনে করে এই অভিনেতা বলেন, ‘আমি নিজে জানি, আমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আর যদি সেটা করতাম, তাহলে হয়তো রাতে শান্তিতে ঘুমাতে পারতাম না। আমি জানি, আমি মানুষ হিসেবে খারাপ নই। ভাবতে আশ্চর্য লাগে, ২০২১ সালে এসেও মানুষ ২০১৮ সালের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে!’ সূত্র: হিন্দুস্থান টাইমস

এনএস/পি

RTV Drama
RTVPLUS