• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মেয়ের কাঁধে পিতার লাশ দেখা যায় না:  ঊর্মিলা

বিনোদন ডেস্ক

  ২৯ এপ্রিল ২০২১, ১৬:৫৪
ছবি সংগৃহীত।

ঊর্মিলা মাতন্ডকর। বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী। বর্তমানে ভারতের করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়ে টুইট করেছেন তিনি।

ঊর্মিলা মাতন্ডকর লিখেছেন, বিদেহী আত্মা এবং তাদের পরিবারগুলোর জন্য রইলো প্রার্থনা। ঈশ্বর আপনাদের এই কঠিন সময়ে ধৈর্য, শক্তি আর সাহস দিন।

ওই পোষ্টে একটি কবিতার লাইন শেয়ার করেছেন ঊর্মিলা।

ঈশ্বরের শাস্তি দেখা হয় না। মেয়ের কাঁধে পিতার লাশ দেখা যায় না।

ওই টুইট পোস্টে একটি ছবিও সংযুক্ত করেছেন তিনি যাতে দেখা যাচ্ছে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া পিতার মরদেহ বহন করে শ্মশানে নিয়ে যাচ্ছেন তিন কন্যাশিশু।

২০১৯-এর মার্চ মাসে লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। তারপরেই উত্তর মুম্বাই লোকসভা কেন্দ্রে তারকা প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে পরাজিত হন অভিনেত্রী।

এরপর গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় ইনিংস শুরু করেন ঊর্মিলা মাতন্ডকর। শিবসেনার হাত ধরে ফের রাজনীতির আঙিনায় ফিরছেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি একরামুলের শাস্তি দাবি করল জেলা আওয়ামী লীগ
দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ, গ্রেপ্তার ৭
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh