Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

একজন নায়িকা ক্যারিয়ারে কয়টা ঈদ পান, আফসোস মাহির

একজন নায়িকা ক্যারিয়ারে কয়টা ঈদ পান, আফসোস মাহির
মাহিয়া মাহি

ঢাকাই ছবির শীর্ষ নায়িকাদের একজন মাহিয়া মাহি। সংসার ও শুটিং দু'টোই সমানভাবে সামলে চলেছেন তিনি। তবে করোনার দ্বিতীয় প্রকোপে ঘরেই সময় কাটাচ্ছেন নায়িকা। দীর্ঘ প্রায় এক যুগের ক্যারিয়ারে সমানতালে অভিনয় করে গেলেও ঈদের সিনেমা নিয়ে আফসোস রয়েছে তার।

মাহি বলেন, ‘একজন নায়িকা ক্যারিয়ারে কয়টা ঈদ পান। এর মধ্যে দুইটা বছরের ঈদ চলে যাচ্ছে করোনায়। কয় বছর ধরে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। এখন সিনেমা প্রস্তুত থাকলেও মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। কষ্টগুলো মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।’

আসছে ঈদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘করোনায় আমার শ্বশুর-শাশুড়ি ও আমার স্বামীর পরিবারের অন্যদের জন্য আমার যাওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমার স্বামী ঈদের দিন রাজশাহীতে আসবে, এভাবেই পরিকল্পনা হয়েছে।‘

নায়িকা জানান, ‘সবাই যেভাবে শপিংয়ে ঝাঁপিয়ে পড়ছে, সেগুলো দেখেই ভয় লাগে। এই সময়ে শপিংয়ে বাইরে যেতে চাই না। বাসায়ই আছি। ভাবছি এবার কোনো শপিং করব না।’

এনএস

RTV Drama
RTVPLUS